লাইফস্টাইল

বালিশের তলায় রসুন রাখলেই কেল্লাফতে! সকালে ম্যাজিক ঘটবে

Advertisement
Advertisement

Garlic Benefits: রসুন (Garlic) শরীরের জন্য খুবই উপকারী। সঠিক নিয়ম মেনে রসুন খেলে শরীর ভালো থাকে। রান্নার পদে রসুন থাকলে রান্নার স্বাদ বেড়ে যায়। তবে অনেকেই জানেন, রসুন রান্নার স্বাদ বৃদ্ধি ও শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানুষের আরও নানান রকমের উপকার করতে পারে। তবে এক্ষেত্রে সঠিক নিয়ম মেনে বালিশের তলায় রসুনটিকে রাখতে হবে। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারে আলোচনা করা হল।

Garlic Benefits

বালিশ তলায় রসুন রাখলে কী হবে? (What will happen if we keep garlic under pillow?)

বিশেষজ্ঞরা বালিশের নীচে রসুন রাখার পরামর্শ দিয়ে থাকেন। এর কারণ হিসেবে বলা হয় যে, এই নিয়ম পালন করলে জীবন থেকে ডিপ্রেশন বিদায় নেয়। অনেকেই দাবি করেন, এটি হতাশা দূর করতে সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন কীভাবে সম্ভব? চলুন সেই কারণটাই জেনে নেওয়া যাক।

Short Film
কল-গার্লকে সঙ্গে নিয়ে দীঘায় কুকর্ম স্কুল শিক্ষকের

রসুন দ্বারা কি হতাশা দূর করা সম্ভব? (Is it possible to control depression using Garlic?)

বিশেষজ্ঞদের মতে রসুনের সাহায্যে হতাশা তথা ডিপ্রেশন দূর করা যায়। তাঁদের মতে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রসুনের গন্ধ। এর তীব্র গন্ধ মানুষের মধ্যে থেকে হতাশা দূর করতে সাহায্য করে। রসুনের উপকারিতা এখানেই থামে না। এটি ডিপ্রেশন দূর করা ছাড়াও আরও অনেক উপকার করে মানুষের। কেউ যদি বালিশের তলায় রসুন রেখে ঘুমায় তাহলে তাঁর মন থেকে নেতিবাচকতা দূরে চলে যায়। এককথায় মন ভালো করে দেয় রসুন। কারোর অনিদ্রার সমস্যা থাকলেও সেটাও ঠিক হয়ে যায়। অনেকেই আবার বাতের ব্যথা ঠিক হয়ে যাওয়ার দাবি করেন। এক্ষেত্রে বালিশের নিচে মাত্র ৭ দিন রসুন রাখতে পারলেই হাতেনাতে ফল পাওয়া যাবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles