অর্থনীতি

ফোনপে ব্যবহার করলেই লোন পেয়ে যাবেন, কিভাবে? জেনে নিন

Advertisement
Advertisement

PhonePe Personal Loan: ইউপিআই পেমেন্ট করার জন্য ব্যবহৃত অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ‘ফোন পে’ (Phone Pe) অ্যাপ। অনেকেই জানেন না, ফোন পে আর ইউপিআই পেমেন্টের অ্যাপ হিসাবেই সীমাবদ্ধ থেকে যায়নি। এটি আর্থিক পরিষেবা দিতেও শুরু করেছে। এই অ্যাপ থেকে সাধারণ মানুষ সাধারণ বীমা (General Insurance) ও হেলথ ইন্স্যুরেন্স (Health Insurance) কেনার সুযোগ পাবেন। এই অ্যাপে শুধুমাত্র যে বীমা পাওয়া যায়, তাই নয়। এই অ্যাপে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার সুযোগও তৈরি করে দেওয়া হয়েছে। একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফোন পে থেকে প্রায় ৫৬ লক্ষেরও বেশি বীমা বিক্রি হয়েছে।

PhonePe Personal Loan

ফোন পে ঋণের সুফল (PhonePe Personal Loan Benefits)

ফোন পে অ্যাপে ঋণ পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। সাধারণ মানুষ খুব সহজেই ঋণ পেয়ে যাবেন।

প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

কীভাবে লোন মিলবে ফোন পে অ্যাপে? (How to get loan in PhonePe app?)

জানিয়ে রাখি, ফোন পে অ্যাপ সংস্থা নিজে থেকে কোনো ঋণ দেবে না। এক্ষেত্রে কিছু ব্যাঙ্ক ও এনবিএফসি (NBFC) সংস্থাগুলো লোন দেবে। জানা গেছে, ফোন পে অ্যাপের এই নতুন পরিষেবার সঙ্গে ভারতের পাঁচটি ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং সংস্থা যুক্ত হওয়ার সম্মতি দিয়েছে।

কবে থেকে ফোন পে থেকে লোন পাওয়া যাবে? (From When PhonePe Loan will be available?)

ফোন পে লোন দেওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। বহু কাজই চালু হতে চলা এই পরিষেবাকে কেন্দ্র করে সম্পন্ন হয়ে গেছে। ফোন পে-এর লোন পরিষেবা আগামী বছরের জানুয়ারি মাসে থেকে চালু হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles