অর্থনীতিনিউজ

SBI FD Scheme: এসবিআই-র বিশেষ স্কিম! বিনিয়োগ করলে মিলবে দারুণ রিটার্ন

এসবিআই ভালো সুদের হারের সঙ্গে অফার করছে এই স্কীম! জানুন বিস্তারিত

Advertisement
Advertisement

ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অনেকেই নানা স্কীমে বিনিয়োগ করে থাকে। দেশের বিভিন্ন ব্যাংক বিভিন্ন সুদের হার সঙ্গে স্কিমগুলি অফার করে। দেশের বেশিরভাগ নাগরিক বিশেষ করে প্রবীণ নাগরিক ফিক্সড ডিপোজিট (SBI FD Scheme) করতে পছন্দ করে। আর এফডির ক্ষেত্রে অন্যান ব্যাংকের তুলনায় মানুষ স্টেট ব্যাংককেই বেছে নেয়। কারণ এই ব্যাংকে এফডি করলে ভালো রিটার্ন পাওয়া যায়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় ব্যাংক সেক্টর গ্রাহকদের বিভিন্ন স্কিম অফার করে থাকে যার মধ্যে এসবিআই-এর এফডি (SBI FD Scheme) বেশ জনপ্রিয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো গ্রাহক যদি ২ কোটি টাকার কম অর্থ এফডি করে তাহলে সেই গ্রাহক ৬.৫০ শতাংশ হারে সুদ পাবে। এক্ষেত্রে একই রাশির উপর প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি। প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ হাতে সুদ দেওয়া হয়।

এসবিআই-এ এক সপ্তাহ থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডি (SBI FD Scheme) করা যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা এফডি করলে, মেয়াদ শেষে ওই ব্যক্তি ১৩৮০৪২০ টাকা পাবে। অর্থাৎ শুধু সুদ পাবে ৩৮০৪২০ টাকা। প্রবীণ নাগরিকরা এ ক্ষেত্রে বেশি সুদ পাবে। কোনো প্রবীণ নাগরিক একই অর্থ একই মেয়াদে এফডি করলে, মেয়াদ শেষে ১৪৪৯৯৪৮ টাকা রিটার্ন পাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০০ দিনের একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম (SBI FD Scheme) অফার করে গ্রাহকদের। যেখানে ২ কোটি টাকার কম বিনিয়োগে বা এফডিতে সাধারণ নাগরিকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণরা ৭.৬০ শতাংশ হারে সুদ পায়। এছাড়া এই ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য আরো একটি বিশেষ এফডি স্কিম অফার করে, যেটি হলো উই কেয়ার স্কিম। এখানে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ লাভ করে।

Related Articles