অর্থনীতিনিউজ

Wine: বিশ্বকর্মা পুজোয় রাজ্যে রেকর্ড পরিমান মদ বিক্রি! টাকার পরিমান জনালে অবাক হবেন

উৎসবের মরশুমে মদ বিক্রিতে রেকর্ড! অবাক করা পরিসংখ্যান।

Advertisement
Advertisement

গত সোমবার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন কারখানা থেকে শুরু করে গণপরিবহন ইউনিয়ন ও বিভিন্ন সংস্থায় বিশ্বকর্মা পূজো পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসেও আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পূজোর। আর এই পুজোয় রাজ্যের রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। প্রতি বছরই নানা অনুষ্ঠানের সময় মদ (Wine) বিক্রির পরিমাণ বেড়ে যায়। তবে এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বিশ্বকর্মা পূজার দিনে মদ বিক্রির পরিসংখ্যান শুনলে কপালে উঠবে চোখ। যার মধ্যে আবার রাজ্যের শুধুমাত্র একটি জেলায় মত বিক্রির পরিসংখ্যান শুনলে অবাক হবেন আপনিও।

মূলত বিশ্বকর্মা পুজো দিয়েই বাঙালির উৎসবে যাত্রা শুরু। প্রত্যেক বছরেই রাজ্যে বিশ্বকর্মা পূজোর দিনে মদের বিক্রি অনেকটাই বেড়ে যায়, সেই রেশ-এ বছরও বজায় থাকলো। এ দিন রাজ্যে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পরিসংখ্যান শুনলে অবাক হবেন। বিভিন্ন জেলার মদ (Wine) বিক্রির পরিসংখ্যানকে টেক্কা দিয়েছে এই জেলা। জানিয়ে রাখি, বিগত বেশ কয়েকটি অনুষ্ঠানে মদ বিক্রির নিরিখে প্রথম স্থান দখল করে আছে এই জেলা। বিশ্বকর্মা পুজোর দিনও মদ বিক্রির সেই রেকর্ড বজায় থাকলো।

রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল হলো পূর্ব মেদিনীপুর। এই জেলার হলদিয়াতে গড়ে উঠেছে ছোটো-বড় মিলিয়ে একাধিক শিল্প ও সংস্থা। এই জেলাতেই রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া কোলাঘাটে ছোট বড় কারখানাও রয়েছে। আর এই সমস্ত কারখানায় গত ১৮ই সেপ্টেম্বর ধুমধাম করে পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো। এর সাথে পূর্ব মেদিনীপুরে রয়েছে পর্যটনকেন্দ্র দীঘা। ফলে ছুটির দিনে এই অঞ্চলে মানুষের ভিড় জমে। তাই মদ (Wine) বিক্রির পরিমানও রেকর্ড ছুঁয়েছে।

জেলা আবগারি দফতর থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে বলা হয়েছে গত ১৮ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পূর্ব মেদিনীপুরের প্রায় ২৭৮টি মদের দোকান খোলা ছিল। এই দোকানগুলো থেকে হোম ডেলিভারী ও সরাসরি দোকান থেকে রেকর্ড পরিমান মদ কেনা বেচা হয়েছে। জানা যাচ্ছে, এ দিন প্রায় ৭০,২০১ ব্যারেল লিটার দেশি মদ বিক্রি হয়েছে। বিদেশি মদ বিক্রির পরিমান ৩৫,২১০ ব্যারেল লিটার। এছাড়া প্রায় ৫৪,৭৯৯ ব্যারেল লিটার বিয়ার বিক্রি হয়েছে।

আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন পূর্ব মেদিনীপুর জেলায় সব মিলয়ে প্রায় ৫ কোটি ৮৯ লাখ ২১ হাজার ৭৮৪ টাকার মদ (Wine) বিক্রি হয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন মদ কেন বেচার এই পরিসংখ্যানে অবাক হয়েছে জেলা আবগারি দফতরের আধিকারিকরা। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে পূর্বের মদ বিক্রির সব রেকর্ড ঝাঁপিয়ে গিয়েছে এবারে।

Related Articles