Advertisements

পুজোয় ঘুরতে যাওয়ার সেরা বাইক, এবার মাত্র ৪০ হাজার টাকায় বাড়ি আনুন নতুন Harley-Davidson X440, রইল সমস্ত ডিটেলস

Advertisements

এবার মাত্র ৪০,০০০ টাকা দিয়েই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন জনপ্রিয় প্রিমিয়াম বাইক ‘Harley-Davidson X440’। কিছুদিন আগে মার্কিন সংস্থার সাথে জুটি বেঁধে ‘হিরো মোটোকর্প’ এই বাইকটিকে ভারতীয় বাজারে লঞ্চ করেছে। বর্তমানে বাইকটির ডেনিম বেস ভ্যারিয়েন্টের দাম ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

তবে সবমিলিয়ে এটি কিনতে আপনাকে খরচ করতে হবে ২,৬৮,৭৫১ টাকা। বাইকটির দাম অনেকটা বেশি হওয়ায় অনেকেই এমন রয়েছেন যারা ইচ্ছে থাকলেও সেটি কিনতে পারেন না। তবে আর চিন্তা নেই, কারণ এবার ৪০,০০০ টাকা দিয়ে আপনি বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন।

কীভাবে? আসলে সংস্থার তরফ থেকে ফাইন্যান্সে কেনার সুযোগ দেওয়া হয়েছে। যেখানে আপনি ৪০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা ঋণের মাধ্যমে শোধ করতে পারবেন। আপনার মাসিক কিস্তির ওপর নির্ভর করবে ঋণ শোধের সময়সীমা। ফলে খুব সহজেই বাইকটি কেনা সম্ভব হবে গ্রাহকদের জন্য।

আসুন তাহলে এই বাইকের কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

এতে রয়েছে ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বাধিক ২৭.৩৭ পিএস শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ৬ স্পীড গিয়ারবক্স। এতে মাইলেজ পাবেন ৩৫ কিলোমিটার প্রতি লিটার। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে গোলাকৃতি হ্যাডল্যাম্প, অ্যানালগ ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া সুরক্ষার জন্য উভয় চাকাতেই রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম-যুক্ত ডিস্ক ব্রেক।

Related Articles