Featuredনিউজ

General knowledge: কোন জিনিস ব্যবহার করতে গেলে তাকে ভাঙতে হবে? বলতে পারলে আপনি জিনিয়াস

নিম্নে দেওয়া প্রশ্ন-উত্তর জানা থাকলে এক নিমেষে চাকরির ইন্টারভিউয় পাস হবেন

Advertisement
Advertisement

প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি চাকরির ইন্টারভিউ পাস করতে গেলে সাধারণ জ্ঞান (General knowledge) সম্পর্কে দক্ষ হওয়া প্রয়োজন। কারণ এই ধরনের পরীক্ষা বা ইন্টারভিউয়ে প্রচুর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞান যদি ভালো জানা না থাকে তাহলে চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করা মুশকিল। সে ক্ষেত্রে বই পড়ে ম্যাগাজিন পড়ে প্রত্যাবর পত্রিকা দেখে সাধারণ জ্ঞানের পরিধি বাড়ানো সম্ভব। আজ আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যা ইতিপূর্বে বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে।

১) কোন লাইন দ্বারা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা টানা হয়েছে?
উত্তর- র‌্যাডক্লিফ লাইন (General knowledge)।

২) ভারতের নীতি বাক্য কী?
উত্তর- সত্যমেব জয়তে।

৩) ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম এই পদ থেকে পদত্যাগ করেছিলেন?
উত্তর- মোরাজি দেশাই।

৪) কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত?
উত্তর- মঙ্গল গ্রহ (General knowledge)।

৫) স্ফিগমোম্যানোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয়?
উত্তর- রক্তচাপ মাপা হয়।

৬) পৃথিবীর সবচেয়ে কঠিনতম পদার্থ কোনটি?
উত্তর- হীরে।

৭) বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?
উত্তর- মেঘালয়ের মৌসিনরাম।

৮) মানব শরীরের কোন অংশে হাড় থাকে না?
উত্তর- জিহ্বা।

৯) পশ্চিম বঙ্গের রাজ্য সংগীত কী?
উত্তর- বাংলার মাটি, বাংলার জল (General knowledge)।

১০) ইন্ডিয়া গ্রন্থ কে রচনা করেন?
উত্তর- মেগাস্থিনিস।

১১) ভারতের জাতীয় গাছ কী?
উত্তর- বট গাছ।

১২) কোন রাজ্যের সরকারী ভাষা সংস্কৃত?
উত্তর- উত্তরাখন্ড।

১৩) ভারতের প্রথম মহাকাশচারীর নাম?
উত্তর- রাকেশ শর্মা (General knowledge)।

১৪) বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
উত্তর- কোসি নদীকে।

১৫) কোন জিনিস ব্যবহার করতে গেলে তাকে ভাঙতে হবে?
উত্তর- ডিম।

Related Articles