নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Weather in Puja: পুজোর আগেই বর্ষার চোখ রাঙানি, পুজোতে কি ভাসবে কলকাতা? কি বলছে হাওয়া অফিস?

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে সূচনা হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর কয়েকটা দিন পরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। যার জন্য প্রতিবছর অর্থাৎ ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিন আনন্দ হৈ হুল্লোর করার আশায়। সব দুঃখ

Published By: Web Desk | Updated:

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে সূচনা হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর কয়েকটা দিন পরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। যার জন্য প্রতিবছর অর্থাৎ ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিন আনন্দ হৈ হুল্লোর করার আশায়। সব দুঃখ ভুলে মা দুর্গার মর্তে আগমনের শুরু থেকে মায়ের বিসর্জন পর্যন্ত মানুষ হৈ হুল্লোড়ে মেতে ওঠে। বন্ধুদের সাথে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া সহ চলে আরো নানারকম মজা। মূলত মহালয়ার পর থেকেই গোটা শহর জুড়ে বাঙালির প্রাণের উৎসবের আভাস ছড়িয়ে পড়ে। চারিদিকে আলোর রোশনাইয়ে আলোকিত হয়ে ওঠে। তবে উৎসব শুরুর আগে থেকেই বর্ষা (Weather in Puja) যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে করে জনমানুষে প্রশ্ন উঠছে পুজোতে আনন্দ করতে পারবে তো?

আপনার জন্য নির্বাচিত

বর্ষা আবার সেই আনন্দ মাটি করে দেবে না তো? কি বলছে আবহাওয়া দপ্তর? পূজোর পাঁচটা দিন কি আকাশ রোদ ঝলমলে থাকবে নাকি জলে ভাসার আশঙ্কা (Weather in Puja)? আমরা কম-বেশি সকলেই জানি বর্ষা বিদায়ের পর শরতের আগমনে মা দেবী দুর্গার আগমন ঘটে মর্তে। কিন্তু এই বছরে বৃষ্টি যা খেল দেখাচ্ছে তাতে করে বর্ষা যেন বিদায় নিয়েও বিদায় নিতে চাইছে না। প্রায় প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানুষ পুজোর কেনাকাটা করতে বের হতে পারছে না। প্রতিমা নির্মাতারা চেষ্টা করছেন মাটি শুকানোর কারণ মহালয়ার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে প্রতিমাকে আনা হয়। ফলস্বরূপ, পুজোর আগে বর্ষার এই চোখ রাঙানি বাধা হয়ে দাঁড়াচ্ছে বাঙালিদের কাছে।

ফলেই বাঙালিদের মনে প্রশ্ন জাগছে পুজোর সময়ও কি বৃষ্টি (Weather in Puja) বাধা হয়ে দাঁড়াবে বাঙালিদের কাছে? তবে এ বিষয়ে হাওয়া অফিস বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ষষ্ঠীর পরেও কি বৃষ্টি হবে রাজ্যে? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠীর পরদিন থেকে কিছুটা উন্নতি ঘটতে পারে আবহাওয়ার (Weather in Puja)। মূলত সপ্তমী থেকে দশমী পর্যন্ত রাজ্যে সেরকম ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস মনে করছে কোনো কোনো জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলসরূপ, পুজোয় আকাশ যে একেবারে রোদ ঝলমলে থাকবে তা নিশ্চিত ভাবে বলছে না হাওয়া অফিস। তাই ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই হাতে ছাতা নিয়ে বেরোবেন।