খেলাদেশনিউজ

দেশের লজ্জা! রাস্তায় বসে দেশি মদ বিক্রি করছেন সোনাজয়ী খেলোয়াড়

সরকারি চাকরির আশ্বাস পেলেও করোনার জন্য সেই চাকরি এখনও পাননি।

Advertisement
Advertisement

করোনা মহামারীর জেরে দেশের অর্থনীতির অবস্থা খারাপ। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের আহারটুকু জুটছে না। অনেকে ঠিকমত কাজ পাচ্ছেন না। মানুষের কষ্ট করে দিনযাপনের নানা কাহিনী সামনে আসছে। আর এবার ঝাড়খণ্ডের এক ক্যারাটে খেলোয়াড়ের খবর সামনে এসেছে। এই কাহিনী রাঁচির বিমলা মুণ্ডার। সরকারি চাকরির আশ্বাস পেলেও করোনার জন্য সেই চাকরি এখনও পাননি। আর তাই এখন পেট চালানোর জন্য তিনি হাঁড়িয়া বিক্রি করছেন।

তিনি করোনা আসার আগে একটি কোচিং সেন্টার চালাতেন। তবে এখন করোনার জন্য সেটাও বন্ধ রয়েছে। আর তাই সংসার চালানোর জন্য বাড়িতেই ভাত পচিয়ে হাঁড়িয়া তৈরি করে তা বিক্রি করতে শুরু করেন। আর এই খবর সামনে আসতেই নড়চড়ে বসে ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করে এই প্রসঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

বিমলা ২০১১ সালে ৩৪তম জাতীয় গেমসে রাজ্যের হয়ে রূপো জিতেছিলেন। এছাড়া ২০১২ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক কুডো চ্যাম্পিয়নশিপে তিনি সোনাও জিতেছিলেন। এছাড়া রাজ্য সরকার যে ৩৩ জন খেলোয়াড়কে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে বিমলার নাম ছিল। ফেব্রুয়ারি মাস থেকে যাবতীয় নথিপত্রের কাজ হয়ে গেলেও এখনও চাকরির কোনো কিছু আসেনি।

Related Articles