টেক নিউজ

জিওর 4G ফোন কিনুন মাত্র ১২৬ টাকায়, কিভাবে? জেনে নিন

Advertisement
Advertisement

Jio Phone: জিওর দৌলতে মানুষ আবার হাতে ধরছে কীপ্যাড ফোন (Keypad Phone)। স্মার্টফোনের পাশাপাশি মানুষ আজকাল কীপ্যাড ফোন নিতেও শুরু করেছে। আর করবে নাই বা কেন? খুবই কম দামে দুর্দান্ত মূল্যে কীপ্যাড ফোন দিচ্ছে জিও (Jio)। বাজারে ইতিমধ্যে চলে এসেছে জিও কীপ্যাড ফোন (Jio 4G Keypad Phone)। ফোনটির নাম হল ‘জিওফোন প্রীমা ফোরজি কীপ্যাড ফোন’ (JioPhone Prima 4G KeyPad) চলুন এই ফোনের ফিচার্সে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

Jio Phone

জিওফোন প্রীমা ফোরজি কীপ্যাড ফোনের ফিচার্স (Jio phone Prima 4G Keypad Phone Features)

১. এই ফোনে আছে দুর্দান্ত ফিচার্স সহ প্রিমিয়াম ডিজাইন (Premium Design)। ফটো তুলতে ভালোবাসলে রয়েছে ফটো তোলার জন্য ডিজিটাল ক্যামেরা। পাশাপাশি অন্ধকারে আলো জ্বালানোর জন্য আলাদা করে টর্চ খোঁজার দরকার নেই। কারণ এতেই সংযুক্ত আছে এলইডি টর্চ (LED Torch)।
২. এই ফোনে জিওর প্রত্যেকটি অ্যাপ ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। জিও টিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema), জিও পে-ইউপিআই (Jio Pay-UPI), জিও সাভান (Jio Saavn) ইত্যাদি রয়েছে এই তালিকায়।
৩. এই কীপ্যাড ফোনে ব্যবহার করতে পারা যাবে ইউটিউব (Youtube) ও হোয়াটসঅ্যাপ (Whatsapp)-ও।
৪. এই ফোন উপলব্ধ রয়েছে হলুদ রঙে।
৫. এক্ষেত্রে শুধুমাত্র জিও নেটওয়ার্কের (Jio Network) সিমই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।

Jio Phone

জিওফোন প্রীমা ফোরজি কীপ্যাড ফোনের দাম (Jiphone Prima 4G Keypad Phone Price)

এই ফোন অ্যামাজনের ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে মাত্র ৩০০০ টাকায়। তবে আপনি এই ফোন একবারে টাকা দিয়ে না কিনতে চাইলে ইএমআই (EMI) দিয়েও কিনতে পারেন। ইএমআই শুরু হয়েছে মাত্র ১২৬ টাকা দিয়ে। ওয়েবসাইটে দেওয়া অফার অনুযায়ী পেমেন্ট অপশন বেছে নিলেই ১২৬ টাকায় ফোনটি কেনা সম্ভব।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles