টেক নিউজনিউজ

Password vs Passkey: গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি! খাস কি?

গুগল লগইন করতে এবার চালু পাসকি! কীভাবে সেট আপ করবেন? জেনে নিন

Advertisement
Advertisement

গুগল অ্যাকাউন্ট লগইন করতে আর লাগবে না পাসওয়ার্ড। পাসওয়ার্ডকে চির বিদায় জানিয়েছে গুগল। এর বদলে আনা হচ্ছে পাসকি (Password vs Passkey)। এবার থেকে গুগল অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন করতে গেলে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ফিচার ব্যবহার করতে হবে। যা পাসওয়ার্ডের থেকে অপেক্ষাকৃত সহজ ও সুরক্ষিত। এই ফিচার চালু করার বিষয়ে অনেক আগেই জানিয়েছিল গুগল। এই পাসকি আসলে কী? কীভাবে এর সেটআপ করতে হবে? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

পাসকি ফিচারটি (Password vs Passkey) বাই ডিফল্ট ইউজারদের অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ এই ফিচার পাওয়ার জন্য ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন পড়বে না। পাসকি আসলে একটি সুরক্ষিত ও ব্যবহারের দিক থেকেও সহজ ফিচার, যা গুগল অ্যাকাউন্ট লগইন করতে সাহায্য করবে। এটি পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা হবে। ব্যবহারকারীরা পিন, প্যাটার্ন কিংবা ফিঙ্গার প্রিন্টের মাধমে গুগলের অ্যাপ লগইন করতে পারবে। এবার থেকে ইউজারদের আলাদা ভাবে পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই।

তবে পাসকি শুরু হচ্ছে বলে এটা ভাবার কিচ্ছু নেই যে পাসওয়ার্ড (Password vs Passkey) রাতারাতি উধাও হবে। পাসওয়ার্ড আগেই মতোই চালু থাকবে। ইউজাররা পাসওয়ার্ড দিয়ে লগইন করবে নাকি পাসকি দিয়ে, তা ইউজারদের উপর নির্ভর করছে। কিন্তু কীভাবে গুগল অ্যাকাউন্টে পাসকি সেট আপ করতে হবে? নিন্মে বলে দেওয়া হলো-

● প্রথমেই g.co/passkeys-এই ওয়েবসাইটে যেতে হবে।
● গুগল অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ফোনে রেজিস্টার থাকলে আপনা আপনি পাসকি (Password vs Passkey) সেট আপ হয়ে যাবে।
● পাসকি ব্যবহার করতে হবে ‘Use Passkeys’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Create a passkeys’ অপশন বেছে নিতে হবে।

Related Articles