নিউজবিনোদন

PM Modi-কে দেখেই সেলফিতে পোজ, BJP যোগের আগুনে ঘি ঢাললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

Advertisement
Advertisement

দোরগোড়ায় একুশের নির্বাচন। বর্তমানে নির্বাচনের দিকেই নজর রেখেছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই তৃণমূলে ভাঙ্গন ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই তৃণমূলের বন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বেসুরো অভিনেতা রুদ্রনীল ঘোষ। বহুদিন ধরেই জল্পনা চলছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন অভিনেতা রুদ্রনীল। আর এবার জল্পনায় আরও কিছুটা ঘি ঢেলে মোদির সঙ্গে সেলফি তুললেন রুদ্রনীল।

গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সাজো সাজো রব ছিল কলকাতায়। একদিকে নেতাজির জন্মদিন উপলক্ষে রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশনায়কের জন্ম দিবস উপলক্ষে শনিবার ভিক্টোরিয়াতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রুদ্রনীল ঘোষ ও। বিজেপি অনুষ্ঠানের রুদ্রনীল আমন্ত্রিত তা জানতে পেরে সকলের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বিজেপিতেই যোগ দেবেন রুদ্রনীল ঘোষ। যদিও সে প্রশ্নের উত্তর খুঁজতে না খুঁজতেই হাতে এলো গরমা গরম প্রমাণ।

আর সেই প্রমাণ হলো মোদির সঙ্গে রুদ্রনীলের সেলফি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল একটি ছবি পোস্ট করেছেন সেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্রনীলকে। শুধু প্রধানমন্ত্রী নন দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কেও। ছবি পোস্ট করে রুদ্রনীল লেখেন, ‘With our honourable Prime Minister Narendra Modi & Governor Jagdeep Dhankhar Sir’।

রুদ্রনীলের এই ছবি প্রকাশ্যে আসতেই ফের বিজেপিতে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে অভিনেতাকে কেন্দ্র করে। যদিও অভিনেতা নিজেই গুঞ্জন আরও কিছুটা বাড়িয়ে ছিলেন এক সাক্ষাৎকারে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীলের বিজেপিতে যোগ নিয়ে একটি মিমি ছড়িয়ে পড়েছিল। যেখানে বলা হচ্ছিল ‘রুদ্রলাল, রুদ্রসবুজ, রুদ্রগেরুয়া’। এরপরেই এই প্রসঙ্গে রুদ্রনীলকে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাধারণ মানুষই ভোট দিয়ে সরকার বদল করে। তাঁদের যদি মত বদলানোর অধিকার থাকে, তাহলে আমার থাকবে না কেন’। বিজেপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন বিজেপিতে তিনি খুব শীঘ্রই যেতে চলেছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles