টেক নিউজনিউজ

ডেইলি যাতায়াতের জন্য বেস্ট বাইক, পকেটে মাত্র ১০ হাজার টাকা থাকলেই বাড়ি আনতে পারবেন Honda SP 125

Advertisement
Advertisement

ভারতে গাড়ির বাজারে হন্ডা সংস্থার বাইক দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয়। Honda SP 125 বাইকের জনপ্রিয়তা দীর্ঘদিন ধরেই রয়েছে। এই বািক নিয়ে কারোর বিশেষ অসন্তোষ নেই৷ আর এর বড় কারণ হল বাইকটি সবদিক থেকে একেবারে যথাযথ তাই গ্রাহকের চাহিদা সে মেটাতে সক্ষম। বর্তমানে প্রায় সকলেই এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই যাওয়ার জন্য দুই চাকা ব্যবহার করেন।

আর এটি সবথেকে সহজলভ্য একটি যান৷ আর সেই জায়গা দখল করে নিয়েছে হন্ডার এই মডেলটি। এই বাইকে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১০.৮৭ পিএস শক্তি ও ১০.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এটির মাইলেজ বেশ ভালো। বাইকটি দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে আর তা হল ডিস্ক ও ড্রাম ভ্যারিয়েন্ট। দু’টি মডেলের এক্স শোরুম মূল্য ৪৬,০০০ টাকা ও ৯০,০০০ টাকা।

ড্রাম ভ্যারিয়েন্টের অনরোড মূল্য ১,০২,৭০০ টাকা। তবে এত টাকা একবারে অনেকেই দিতে পারেন না৷ তাদের জন্য রয়েছে ইএমআই সুবিধা। আর এই সুবিধা উপভোগ করতে গেলে একবার বিপুল অঙ্কের টাকা গুনতে হয় না। এই বাইকটি কেনার সময় যদি ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন তবে ৯২,০০০ টাকা ব্যাঙ্ক লোন ইস্যু হবে। এরপর সেই টাকা প্রতি মাসে পরিশোধ করতে হবে।

৩ বছরে প্রতি মাসে ৯.৭ শতাংশ সুদের হারে ২,৯৫৮ টাকা জমা করতে হবে। যদি গ্রাহকের ইচ্ছে হয় তবে সে কিস্তির সময়সীমা পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন। যদি কেউ পাঁচ বছরে কিস্তি পরিশোধ করতে চান তবে তাকে প্রতি মাসে ১,৯৪৩ টাকা জমা করতে হবে। অন্যান্য বাইকের মতন এই বাইকে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি। তার মধ্যে ৭ বছর ওয়ারেন্টি এক্সটেন্ড করার সুযোগ ও ৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।

Related Articles