নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুর থেকে উদ্ধার বিরাট সাইজের জোড়া চন্দ্রবোড়া সাপ

দীর্ঘ ১০-১২ বছরের মধ্যে কোনরকম সাপ চোখে পড়েনি তার বাড়িতে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর গ্রামের উত্তর পাড়ায় বাচিক শিল্পী অনুপম সরকারের বাড়ি আজ সকাল সাতটা নাগাদ দুটি বিরাট সাইজের চন্দ্রবোড়া সাপ উদ্ধার হলো।

আজ সকাল আটটা নাগাদ অনুপম সরকারের বাড়িতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে নির্মাণ কর্মীরা। তারাই প্রথম দেখে একটি সাপ প্রাচীর খননের পাশে। এরপর স্থানীয় সাপ ধরার অভিজ্ঞ লোককে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে একটি সাপ ধরার পর, কিছুক্ষণ বাদে আবার একই জায়গা থেকে আরেকটি স্যাপ উদ্ধার করে।

তারা জানান যে দুটো সাপ থাকার জন্যই ওই স্থানে ডিম বা সাপের বাচ্চা আরো থাকার সম্ভাবনা আছে। তবে বেশ খানিকটা খোঁজার পর এখনো পর্যন্ত কিছুই মেলেনি। আজকের উদ্ধার হওয়া দুটি সাপ বনদপ্তর এর হাতে তুলে দেবো কিছুক্ষণের মধ্যেই। অনুপম সরকার জানান দীর্ঘ ১০-১২ বছরের মধ্যে কোনরকম সাপ চোখে পড়েনি তার বাড়িতে। ওদেরও বাঁচার অধিকার আছে, তাই বনদপ্তরের নির্ধারিত জায়গায় ছেড়ে দেওয়ার জন্য বন দফতরকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles