বিয়ের আসরে ‘অর্ধ নগ্ন’ হয়ে উপস্থিত বর, সুন্দরী কনের মনে বিষাদের ঝড়

প্রত্যেকের জীবনে বিয়ে একটা এমন অধ্যায় যার জন্য অপেক্ষা করে থাকেন সকলে। বিয়ে হওয়ার আগে থেকেই বিয়ের দিন কেমন সাজবে, কি পরবে, কার কাছে সাজবে, ডেকোরেশন এই নিয়ে অনেক পরিকল্পনা করে শুরু করে দেয় হবু কনে বা বর। নিজের বিয়ে ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে থাকে তেমন বিয়ে ঘিরে নানান পরিকল্পনা শুরু হয়ে যায়। বিয়ে মানেই তা যেন উৎসবের পর্যায়ে চলে যায়।
বিয়ে মানেই যেন এক আড়ম্বরপূর্ন বিষয় অথচ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বরের বেশভূষা চমক সৃষ্টি করেছে। সাধারনত বিয়েবাড়িতে আড়ম্বরপূর্ন পোশাকে সজ্জিত থাকে বর কনে কিন্তু এখানে দেখা যাচ্ছে বরের পরনে রয়েছে শর্টস।
ইন্দোনেশিয়ার ইস্ট জাভার একটি বিয়ের আসরে এমন চিত্রই ধরা পরল। খালি গায়ে হাফ প্যান্ট পড়ে বিয়ে করতে এসেছে বর আর এই ঘটনায় মজার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। তবে পারতপক্ষে বিষয়টি হাসির মনে হলেও এর পিছনে রয়েছে বিষাদময় কাহিনী।
আসলে বিয়ের চার দিন আগে বর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন তার শরীরে যে রকম আঘাত লেগেছে তাতে প্রথাগত পোশাক পড়ে বিয়ে করতে আসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই তাকে এই পোশাকে বিয়ে করতে আসতে হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বরের হাতে arm sling হাটুতে ব্যান্ডেজ, ভাগ্যের পরিহাসে এইভাবেই বিয়ে সম্পন্ন করতে হয়েছে তাকে। ছবিটিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে।