আন্তর্জাতিকনিউজ

সাদা বরফের চাদরে ঢাকল সাহারা মরুভূমি, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ বিশ্ববাসী, মুহূর্তে ভাইরাল ছবি

Advertisement
Advertisement

সাহারা মরুভূমিতে তুষারপাত। ফেলুদার গল্পে জটায়ুর লেখা ‘সাহারায় শিহরণ’কে সত্যি করে দেওয়া অবাক করা ঘটনা ঘটেছে সাহারা মরুভূমিতে। দিগন্ত-বিস্তৃত উষ্ণ মরুভূমি ঢেকে গেছে বরফে। তুষারপাতের এই ঘটনা অবাক করেছে গোটা দুনিয়াকে।

এই ঘটনাকে ক্যামেরাবন্দি করেছেন এক আলোকচিত্রী। আটলান্টিক মহাসাগর এবং লোহিত সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই বিশাল মরুভূমি। আফ্রিকার উত্তরাঞ্চলে প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। মরুভূমির এইন সেফরা অঞ্চলে উপরের দিকে হয় তুষারপাত।

এই এইন সেফরা অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ কিলোমিটার উপরে অবস্থিত। আলজেরিয়ান মরক্কো সীমানা সংলগ্ন এই এলাকার চারপাশ ঘিরে রয়েছে আটলাস পর্বতমালা। তুষারপাতের দিন চারপাশের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গিয়েছিল।

তবে এই ঘটনা একেবারে নতুন নয়। এর আগেও ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তারপর ২০১৬ সালে সাহারা মরুভূমি ঢেকে গিয়েছিল বরফে। ২০১৮ সালে ঘটেছিল এই অবাক করা ঘটনা। তারপর এই ২০২১ সালে পৃথিবী সাক্ষী থাকলো আবার এই ব্যতিক্রমী দৃশ্য দেখার।

Related Articles