নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Hello UPI: নতুন পরিষেবা আনছে এনপিসি, ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে লেনদেন

বর্তমান সময়ে ভারতে UPI পেমেন্ট সিস্টেম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট ছোট পেমেন্ট থেকে শুরু করে বড় বড় লেনদেনে এখন অনেকেই UPI পদ্ধতি ব্যবহার করে। কেউ আর লেনদেনের জন্য নগদ টাকা পকেটে নিয়ে ঘোরে না। UPI ব্যবহার করেই PhonePe, Google

Published By: Web Desk | Updated:

বর্তমান সময়ে ভারতে UPI পেমেন্ট সিস্টেম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট ছোট পেমেন্ট থেকে শুরু করে বড় বড় লেনদেনে এখন অনেকেই UPI পদ্ধতি ব্যবহার করে। কেউ আর লেনদেনের জন্য নগদ টাকা পকেটে নিয়ে ঘোরে না। UPI ব্যবহার করেই PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, WhatsApp Pay সহ অন্যান্য অ্যাপগুলো থেকে পেমেন্ট করা হয়। আর তাই পেমেন্ট সিস্টেমকে আরো উন্নত করতে UPI পেমেন্ট সিস্টেমে নতুন আপডেট আনছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন।

আপনার জন্য নির্বাচিত

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিলিত ভাবে UPI-কে আরো উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছরই এনপিসি ইউপিআই লাইট লঞ্চ করেছিল। এর ফলে লেনদেন আরো সহজ হয়ে গেছে। এই অ্যাপ ব্যবহার করে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে কোনো পিন ছাড়াই। এই অ্যাপ কিপ‍্যাড ফোনেও কাজ করবে। তবে এখানেই শেষ নয় ইউপিআই-এ নতুন ভাবে আপডেট করা হচ্ছে।

ইউপিআই আপডেট নিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “ইউপিআই এটিএম পরিষেবা নিয়ে আসা হচ্ছে এর মাধ্যমে ইউপিআই ব্যবহার করে এবার এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।” এখানেই শেষ নয়, এআই ব্যবহার করে লঞ্চ করা হবে Hello! UPI নামক নতুন পরিষেবা। এই পরিষেবা চালু হলে PhonePe, Google Pay-এর মতো অ্যাপ গুলিতে গ্রাহকরা এআই এর মাধ্যমে চ‍্যাট করে লেনদেন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবে।

Hello! UPI পরিষেবার বিশেষ বিষয় হলো, এই পরিষেবার মাধমে ভয়েস কমান্ড ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে। লেনদেন যাতে আরো দ্রুত ও সহজ হয়ে যায়, সেদিকে নজর রেখেই এই পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা চালু হয়ে গেলে, লেনদেনের জন্য আর লিখতে হবে না বা টাইপ করতে হবে না। মুখে বলেই লেনদেন করা যাবে। অন্যদিকে Bharat Bill Pay-তে ইতিমধ্যে hi লেখার মধ্যে দিয়ে লেনদেন করার সিস্টেম চালু হয়েছে। এদিকে ইউপিআই-এর এই নতুন পরিষেবা চালু হয়ে গেলে অনলাইন লেনদেন ভারতে আরো উন্নত হয়ে উঠবে।