কলকাতানিউজরাজ্য

কলকাতায় বেড়ে গেল কনটেইনমেন্ট জোনের সংখ্যা! রইল নতুন তালিকা

Advertisement
Advertisement

করোনা সংক্রমণের রাশ টানতে উদ্যোগী রাজ্য। যার জেরে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে কড়া লক ডাউন। কিন্তু এরই মাঝে ফের আতঙ্ক। কলকাতায় বাড়ল আরও কনটেইনমেন্ট জোনের সংখ্যা।

শহরে ঠিক কতগুলি কনটেইনমেন্ট জোন তা নিয়ে চলছিল চাপানউতোর। কিছুদিন আগে কলকাতা পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছিল শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ২৫। তবে, সেই তালিকায় যুক্ত হলো মহানগরীর আরও তিন এলাকা।বর্তমানে তিলোত্তমায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ২৮। একনজরে দেখে নেওয়া যাক শহরের কনটেইনমেন্ট জোন গুলি। রইল তালিকা:

নতুন করে কনটেইনমেন্ট জোন হিসাবে সংযোজিত হয়েছে, গড়িয়াহাটের গড়চা রোড, ভবানীপুরের বকুলবাগান, মানিকতলা মেন রোডের একটি আবাসন এবং রামকৃষ্ণ সমাধি রোডের কিছুটা অংশ। তাছাড়াও পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মতিলাল বসাক লেন, ৭৪ নম্বর ওয়ার্ডের আলিপুর রোড, জাজেস কোর্ট, ৭০ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোড, চক্রবেড়িয়া রোড, ৩১ নম্বর ওয়ার্ডের কাঁকুড়গাছি, ১৩ নম্বর ওয়ার্ডের আরিফ রোড, অধর চন্দ্র দাস লেন, ১০৯ নম্বর ওয়ার্ডের পূর্বলোক, ৯০ নম্বর ওয়ার্ডের শরৎ ব্যানার্জী রোড, ২৭ নম্বর ওয়ার্ডের হরিপাল লেন, ১৩ নম্বর ওয়ার্ডের জওহরলাল দত্ত লেন (দত্তবাগান), ৭৪ নম্বর ওয়ার্ডেও কড়া লকডাউন জারি রয়েছে। এছাড়াও কনটেনমেন্ট জোনের তালিকায় রয়েছে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়, ৬৭ নম্বর ওয়ার্ডের ডঃ জিএস বোস রোড, ৩৮ নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন সরণি, ১০৯ নম্বর ওয়ার্ডের সম্মিলনী পার্ক, ১৩ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙা মেন রোড, ৩৩ নম্বর ওয়ার্ডের ত্রাণকৃষ্ণ নস্কর লেন ক্রসিং চালপট্টি রোড, ৬৭ নম্বর ওয়ার্ড, ১২৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া হাইস্কুল থেকে ৪৬/১ ভূবনমোহন রায় রোড, ১২৪ নম্বর ওয়ার্ডের ৫১ প্রগতি পল্লি থেকে ২৪৫ সি এমজি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের বলরাম দে স্ট্রিট, ৬০ নম্বর ওয়ার্ডের সুন্দরীমোহন অ্যাভিনিউ ক্রসিং থেকে বৈদ্যপীঠ স্কুলও।

প্রসঙ্গত, রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনের সূত্রে খবর,গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১,১৯৮ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১০৯ জন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles