টেক নিউজ

এক চার্জে ছুটবে ১৬০ কিমি, Ola S1 Air এর ঘুম ছোটাতে আসছে Simple Dot One, জানুন দাম ও ফিচার

Advertisement
Advertisement

Simple Dot One: অবশেষে হল জল্পনার অবসান! আগামী ১৫ ডিসেম্বর ভারতে লঞ্চ করবে Simple Dot one ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি লঞ্চ হওয়া নিয়ে অনেকদিন ধরেই বেশ কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে এবার স্টার্ট আপ প্রকাশ্যে আনলো স্কুটার লঞ্চ হওয়ার তারিখ। simple Energy ভারতে এই স্কুটারটি নিয়ে আসছে। এই স্কুটারটি দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন ও ফিচার সবদিক থেকেই Ola S1 Air এরসঙ্গে পাল্লা দেবে।

Simple Dot One

এমনকি এই simple Dot One ইলেকট্রিক স্কুটারটি যেমন সেরার সেরা কোয়ালিটি তেমনই এর কিছু আকর্ষণীয় পারফরম্যান্স আপনাকে অবাক করে দেবে।

কি কি ফিচার্স আছে এই স্কুটারে (What are the features of this Simple Dot One scooter?)

১.এই স্কুটারে 30 লিটারের আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। যেখানে চালকরা অনেক কিছু সঞ্চয় করে রাখতে পারবে।

Winter Shopping
৩০০ টাকায় জ্যাকেট, ২০০ টাকায় সোয়েটার, কলকাতার এই মার্কেটে হুড়িয়ে বাড়ছে ভিড়

২.এই স্কুটারে টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যা অ্যাপ কানেক্টটিভিটি থেকে শুরু করে একাধিক ফাংশন সিস্টেম অফার করবে।

৩.এই স্কুটারে 3.7kWh ফিক্সড ব্যাটারি দেওয়া আছে।

৪.স্কুটারের সার্টিফায়েড রেঞ্জ ১৫১ কিলোমিটার এবং আইডিসি রেঞ্জ ১৬০ কিলোমিটার।

Simple Dot One

স্কুটারের দাম কত জানেন? (Do you know how much the scooter costs?)

১ লাখ টাকারও কম দামে এই স্কুটার মার্কেটে লঞ্চ হবে।

কখন থেকে স্কুটার পাওয়া যাবে? (When will the scooter be available?)

১৫ ডিসেম্বর লঞ্চের পরের থেকেই Simple Dot One ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং শুরু হয়ে যাবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles