টেক নিউজ

বাড়িতে বসে ইনকাম করুন মোটা টাকা, গুগুলের এই নিজস্ব অ্যাপ থেকে

Advertisement
Advertisement

Online Earning: ঘরে বসে টাকা উপার্জন করতে কেই না চায় বলুন তো দেখি? আর সেই কারণেই তো গুগুল পে (Google Pay), গুগুল সার্ভে (Google Survey), ইউটিউব (Youtube) এই সমস্ত অ্যাপগুলি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তবে, সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে নতুন একটি অ্যাপ। আর তা হল ‛গুগল টাস্ক মেট’ (Google Task Mate)। এই অ্যাপটি মূলত ‛গুগল ওপিনিয়ন অ্যাপ’ (Google Opinion App) এর মতো। যেখানে আপনি বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করে সহজেই টাকা উপার্জন করতে পারবেন।

Online Earning

এমনকি বিভিন্ন রেস্ট্রুরেন্ট, দর্শনীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গার অভিজ্ঞতা শেয়ার করেও অর্থ উপার্জন করতে পারবেন। আর সেই টাকা আপনি সরাসরি ব্যাঙ্কে (Bank) পাঠাতে পারবেন। এমনকি কোনোরকম সার্ভে দিতে হবেনা। এমনকি এই টাকা দিয়ে আপনি ‛প্লে মুভি’ (Play Movie), ‛প্লে বুক’ (Play Book) কিনতে পারবেন। চলুন বিস্তারিতভাবে এই বিষয়টি জেনে নেওয়া যাক।

What exactly is the Google Task Mate app? (Online Earning)

যেকোন দোকানের সামনে থাকা তার ছবি, কোন কিছুর ট্রান্সলেসন, কোন লাইনের ক্লিপ, দোকানের তথ্য ইত্যাদি কাজ করে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবে। যদিও এই কাজটি কিভাবে করবেন এমনকি কি কি শর্ত মানবেন তা এখনও পর্যন্ত গুগলের তরফ থেকে জানা যায়নি।

Short Film
ঝোপ বুঝে কোপ! স্বামীর অনুপস্থিতিতে দেওরের সঙ্গে কুকর্ম কামুক বৌদির, তুমুল ভাইরাল এই শর্টফিল্ম

কিভাবে এই অ্যাপের বিষয়ে বিস্তারিত জানা যাবে? (How to get details about this app?)

এই গুগল টাস্ক মেট অ্যাপের অফিসিয়াল রোল আউট শুরু হলে তখনই এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানা যাবে।

গুগল টাস্ক মেট অ্যাপের থেকে পাওয়া অর্থ কোথায় ঢুকবে? (Where will the money from the Google Task Mate app go?)

আপনি গুগল টাস্ক মেট অ্যাপের থেকে যে টাকা উপার্জন করবেন সেটি আপনার ওয়ালেটে ঢুকবে। আর তাই আপনাকে প্রথমেই গুগল টাস্ক মেট অ্যাপে একটি ওয়ালেট তৈরি করে নিতে হবে।

Online Earning

গুগল টাস্ক মেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন? (How to download Google Task Mate app?)

এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি গুগল টাস্ক মেট অ্যাপ ডাউনলোড করতে চাইলে বিটা ভার্সনে এটিকে ডাউনলোড করতে হবে। আর এই বিটা ভার্সনের জন্য ইউজারদের ইনভাইটও করা হচ্ছে।

কবে থেকে গুগল টাস্ক মেট অ্যাপ চালু হবে? (When will the Google Task Mate app be launched?)

এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্যই গুগুল জানায়নি।

তাহলে আর দেরি কিসের? এখন থেকেই এই বিষয়ে জ্ঞান অর্জন করুন। এরপর এই অ্যাপ চালু হওয়া মাত্রই টাকা উপার্জন করতে পারবেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles