Advertisements

পকেটে রাখতে হবে মাত্র ২১ হাজার টাকা, হাতে আসবে Yamaha R15 V4 বাইকের চাবি, রইল EMI প্ল্যান

Advertisements

এমন অনেকেই রয়েছেন যারা স্পোর্টসবাইক ভীষণই পছন্দ করেন। তবে অনেক সময় দেখা যায় স্পোর্টসবাইকের দাম এতোটাই বেশি থাকে যে তা কিনতে পারেন না সাধারণ মানুষ। তবে আজ আমরা এমন একটি স্পোর্টসবাইকের কথা আপনাদের বলবো যেটি মাত্র ২১,০০০ টাকা দিয়েই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

কী অবাক হচ্ছেন নিশ্চয়ই? ভাবছেন এতো কম টাকায় কীভাবে স্পোর্টসবাইক পাওয়া সম্ভব? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নিন। এই বাইকটির নাম হলো ‘Yamaha R15 V4’। গ্রাহকমহলে এই বাইকটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। বর্তমানে এটির এক্স-শোরুম মূল্য ১.৮২ লক্ষ থেকে ১.৬ লক্ষ টাকা। বাইকটি কিনতে সবমিলিয়ে আপনার খরচ করতে হবে ২.১৫ লক্ষ টাকা।

তবে এতোগুলো টাকা যদি আপনি একসাথে না দিতে পারেন তাহলেও চিন্তা নেই। কারণ, সংস্থার তরফ থেকে ফাইনান্সে কেনার সুবিধা নিয়ে আসা হয়েছে। যেখানে ২১,০০০ টাকা ডাউনপেমেন্ট করলে বাকি টাকা আপনি ঋণের মাধ্যমে শোধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ৯.৭ শতাংশ হারে ৩ বছর মাসিক ৫,৮০০ টাকা করে কিস্তি দিতে হবে।

ফিচার: এবার তাহলে বাইকের কিছু ফিচারও জেনে নিন। এতে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বাধিক ১৮.৪ পিএস শক্তি এবং ১৪.১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সুরক্ষার জন্য দু’চাকাতেই রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস-যুক্ত ডিস্ক ব্রেক। ফ্যুয়েল ট্যাংকের ক্যাপাসিটি পেয়ে যাবেন ১১ লিটার। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে দুটি রাইডিং মোড, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, স্মার্টফোন কানেকশন, এলইডি হেডলাইট, এলইডি টেইললাইট ইত্যাদি।

Related Articles