নদীয়া সংবাদনিউজরাজ্য

গোষ্ঠী সংক্রমণ রুখতে কাঁচের ঘরে ডিউটি করছে নদীয়ার কোতোয়ালি থানার পুলিশ

প্রত্যেকদিন থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষদের কথা ভেবে এবার থানার সামনে তৈরি হলো কাঁচের অস্থায়ী ঘর।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- করোনা আবহে বাড়তে থাকা গোষ্ঠী সংক্রমণের কথা মাথায় রেখে থানায় আসা সাধারণ মানুষ ও পুলিশ কর্মীদের জন্য অভিনব উদ্যোগ নিল নদিয়ার কোতোয়ালি পুলিশ প্রশাসন।

প্রত্যেকদিন থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষদের কথা ভেবে এবার থানার সামনে তৈরি হলো কাঁচের অস্থায়ী ঘর। ওই ঘরে বসে টেবিল ডিউটি করবেন পুলিশ কর্মী। এই উদ্যোগের ফলে পুলিশ ও নাগরিক উভয়েই উপকৃত হবে বলেই আশাবাদী সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসন।

কারণ বিভিন্ন কারণে ডায়েরি এফআইআর করতে আসা প্রায় ৯০ শতাংশ মানুষের প্রয়োজন হয় ওই টেবিল। ডিউটি করা অফিসারের কাছে, তাই সেখানেই যদি পারস্পরিক দূরত্ব নিয়ন্ত্রণে রাখা যায় হয়তো অনেকটাই কমতে পারে গোষ্ঠী সংক্রমণ। তবে জেলার অন্যান্য থানাতেও এই ব্যবস্থা নেবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

Related Articles