টেক নিউজ

ভারতের বাজারে লঞ্চ হল তেরঙ্গা স্মার্টফোন! জানুন দাম ও ফিচার্স

Advertisement
Advertisement

স্মার্টফোন এখন সবার হাতে হাতে কিন্তু অনেকেই আছেন যারা অর্থাভাবে স্মার্টফোন কিনতে পারছেন না, অথচ এখন স্মার্টফোন প্রয়োজনীয়ও। আর এই সাধারন মানুষের কথা ভাবেন লাভা। বাজেটের মধ্যে স্টাইলিশ ফোনের জন্য জনপ্রিয় সংস্থা লাভা।

এবার দেশে Lava তার নতুন স্মার্টফোন Lava Z61 pro, Lava A5 ও লাভা A9 এর “প্রাউডলি ইন্ডিয়ান” স্পেশাল লিমিটেড এডিশন নিয়ে হাজির হয়েছে। কোম্পানি তার এই নতুন এডিশন 74 তম স্বাধীনতা দিবসের বিশেষ উপলক্ষে লঞ্চ করেছে। আর এই ফোন গুলির বিশেষ বৈশিষ্ট্য হল জাতীয় পতাকার তেরঙার সঙমিশ্রনে দেখা যাবে।

প্রতিটি ফোনের খুঁটিনাটি তথ্য একনজরে জেনে নিন-
1) LAVA Z61 Pro-
5.45 ইঞ্চির এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে সহ এই ফোনে রয়েছে দু জিবি RAM ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই stroge 128 জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
রয়েছে 8 মেগাপিক্সেল এর সিঙ্গেল রিয়ার ক্যামেরা যা এইচডি ফ্লাশ যুক্ত । আর সেলফি ও ভিডিও জন্য এটিতে একটি 5 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।
সুরক্ষার জন্য এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচার।
3100 এমএইচপি ব্যাটারি রয়েছে এতে। আর দাম মাত্র 5777 টাকা।

2) LAVA A5 – 2.4 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে সহ 32 জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিম সিস্টেম। এছাড়াও 1000 এমএচই লিথিয়াম আয়ন ব্যাটারি যা সুপার ব্যাটারি মোড সমর্থনে সক্ষম। এই মোড ডিভাইসের মাধ্যমে, ফোনটি একক চার্জে তিনদিনের জন্য ব্যাকআপ মিলবে। জুম ও ভিডিও Recording সহ ফোনটিতে একটি 0.3 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও রয়েছে।

Lava A9 ফোনে রয়েছে 2.8 ইঞ্চি ডিসপ্লে, এটি 4gb RAM এছাড়াও 32GB মেমোরি বাড়িয়ে নিতে সক্ষম । একটি 1.3 মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে‌। ডুয়াল সিমের সুবিধা রয়েছে এতে। এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ যা এফএম ও 3.5 মিমি হেডফোন জ্যাক সমর্থন করে। এই ফোনের ব্যাটারি 1700 mAh ব্যাটারি রয়েছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles