টেক নিউজ

একই ফোনে দুটি স্ক্রিন, 6 GB RAM! আকর্ষণীয় স্মার্টফোন আনছে Microsoft

Advertisement
Advertisement

এখন স্মার্টফোনের যুগ বললে খুব বেশি ভুল বলা হবে না। শুধু কথা বলা নয় বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে স্মার্টফোন। তবে নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তার অপারেটিং সিস্টেম, লুক। আর এই সবদিক বিচার করে আইফোন, অ্যান্ড্রয়েড এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে microsoft-এর ফোনও জায়গা করে নিতে চলেছে।

প্রযুক্তিসহ একাধিক ক্ষেত্রে বারংবার নিজেকে প্রমাণ করেছে মাইক্রোসফট। সম্প্রতি স্মার্টফোনের জগতে ও নিজেদের প্রমাণ করতে নয়া পদক্ষেপ গ্রহণ করল মাইক্রোসফ্ট। মাইক্রোসফ্ট নিয়ে এলো নতুন চমক। যে ফোনটি লঞ্চ হতে চলেছে তার নাম মাইক্রোসফট সারফেস ডুয়ো। এই ফোনটি নিয়ে আগেও কিছু তথ্য সামনে ছিল তবে এবার সমস্ত জল্পনা-কল্পনা দূরীভূত করে জানানো হয়েছে আগামী মাসের 10 তারিখে আন্তর্জাতিক বাজারে এই ফোন সামনে আসতে চলেছে। এর দাম রাখা হয়েছে 1399 মার্কিন ডলার।

5.6 ইঞ্চি এলইডি ডিসপ্লে সহ এই ফোনে থাকছে qualcomm snapdragon 855 processor. থাকছে 6 জিবি RAM ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনের ব্যাটারি 3577 এমএএইচ। এর মূল বৈশিষ্ট্য এতে থাকছে ডুয়াল স্কিন। শুধু এইটুকু নয়, এছাড়াও থাকছে 4g সাপোর্ট। ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট সহ একাধিক সুবিধা থাকছে।

তবে এই ফোনটির ক্যামেরা একে অন্যান্য স্মার্টফোনের থেকে পৃথক করে তুলবে। এতে এমন এক উন্নত ধরনের ক্যামেরা থাকছে যার ফলে ব্যবহারকারীরা এক নয়া অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে। প্রসঙ্গত আমেরিকাতে আগামী 10 তারিখ থেকে কিনতে পাওয়া যাবে এই ফোন। ধীরে ধীরে অন্যত্র ছড়িয়ে পড়বে মাইক্রোসফট স্মার্টফোন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles