স্মৃতি উস্কে ফের নয়া অবতারে লঞ্চ হতে চলেছে TVS Fiero 125, দাম আপনার বাজেটের মধ্যেই

গ্রাহকমহলে ‘টিভিএস মোটর’এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। একের পর এক দুর্দান্ত ফিচারযুক্ত বাইক বা স্কুটার এনে তারা সাধারণত চমকে দেয় গ্রাহকদের। খুব শীঘ্রই এবার ‘TVS Motor’ নতুন ভাবে লঞ্চ করতে চলেছে তাদের জনপ্রিয় মোটরবাইক ‘TVS Fiero 125’। যদিও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানা যায়নি।
তবে ইতিমধ্যেই ভারতীয় বাজারে জল্পনা শুরু হয়েছে যে বেশ কিছু পরিবর্তনের সাথে এই বাইকটি পুনরায় আনা হতে পারে। এই বাইকটিতে দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যেখানে সুরক্ষার জন্য ডিস্ক এবং ড্রাম উভয় ব্রেক উপলব্ধ থাকবে। এছাড়াও থাকবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং টিউবলেস টায়ার।
এছাড়া এয়ার কুল্ড ইঞ্জিনটি বাইকের পারফর্ম্যান্স আরো উন্নত করবে মনে করা হচ্ছে। আনুমানিক ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে এই বাইকে। দাম দেখতে গেলে মনে করা হচ্ছে এটি ৮০,০০০ টাকায় বিক্রির জন্য উপলব্ধ হবে বাজার। ভারতীয় বাজারে মূলত এই বাইকের একটি ভ্যারিয়েন্টই উপলব্ধ হবে।
যেখানে থাকবে একাধিক রং এবং দ্বৈত রংয়ের অপশন। সবমিলিয়ে বলতে গেলে অত্যাধুনিক ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্স-সহ এই বাইকটিকে ফের নিয়ে আসা হবে বিক্রির জন্য। তবে এখনো পর্যন্ত যেহেতু অফিশিয়ালি এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি, তাই এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে গ্রাহকদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।