টেক নিউজনিউজ

iPhone 15 লঞ্চ হওয়ার পরেই বাম্পার অফার! ৩ হাজার টাকারও কমে হাতে পাবেন iPhone 11, না কিনলে বিশাল লস

Advertisement
Advertisement

প্রযুক্তির জগতে নিজের পৃথক একটি জনপ্রিয়তা রয়েছে অ্যাপেলের। নতুন আইফোন বাজারে আসার ঘোষণা হতে না হতেই এই নিয়ে শোরগোল পড়ে যায়। এতদিন বহু প্রতীক্ষিত আইফোন ১৫ ঘিরেও শুরু হয়েছিল উন্মাদনা। ১২ সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্ট ২০২৩ এর জন্য অপেক্ষায় ছিলেন সকলে। মঙ্গলবার এই ইভেন্টে আইফোন ১৫ সিরিজের উদ্বোধন হয়েছে আর তার মাঝেই সামনে এলো আরো এক বড়ো খবর।

নতুন ফোন আনার পাশাপাশি বর্তমানে পুরনো আইফোনের দাম কমিয়েছে কোম্পানিটি। ফ্লিপকার্ট আইফোনের একটি মডেলের ওপর দারুন অফার দিচ্ছে। তাই আপনি যদি আইফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এটাই দারুন সুযোগ। এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে ৩০০০ টাকারও কম দামে iphone 11 কিনে নিতে পারেন। কিভাবে? তা জানতে পড়ুন বিস্তারিত।

Flat Discount- এই ফোনটির সাধারণ দাম 43900 টাকা কিন্তু বর্তমানে এটি ফ্লিপকার্টে ৩৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Bank offer- এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও রয়েছে ব্যাঙ্ক অফার। আপনি যদি Axix Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আরও ১৯০০ টাকা ছাড় পাবেন। সে ক্ষেত্রে ফোনটির দাম দাঁড়াবে 36,099 টাকা।

Exchange offer- সবথেকে বড় অফার মিলবে এক্সচেঞ্জ ভ্যালুতে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তবে ৩৩১০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে ফোনটি লেটেস্ট ভার্সন ও ভালো অবস্থায় থাকলেই এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া সম্ভব। পুরো এক্সচেঞ্জ ভ্যালুর সুবিধা নিতে পারলে ফোনটির দাম হবে মাত্র ২৯৯৯ টাকা।

স্পেশিফিকেশন- ৬.১ ইঞ্চি স্ক্রিন যুক্ত এই প্রিমিয়ার স্মার্টফোনটিতে মিলবে ১২ মেগাপিক্সেলের লেন্স সহ দুটি ক্যামেরা। যার ফলে এটি সাহায্যে 4K ফটো ভিডিও রেকর্ড করা সম্ভব হবে। ফোনটিতে পেয়ে যাবেন নাইট মোড পোর্ট্রেট মোড এবং স্মার্ট HDR এর মত ফিচার।

Related Articles