Bullet, Hunter নাকি Classic, রয়্যাল এনফিল্ডের এই ৩টি ৩৫০ সিসির বাইকের মধ্যে কে সেরা?

ভারতে বাইকের দুনিয়ায় একটি বিশেষ সংস্থার বাইক হল রয়্যাল এনফিল্ডের মডেলগুলি। এদের তৈরি নানান সেগমেন্টের মডেল যা দীর্ঘদিন ধরে মানুষের আশ ভরসা জাগিয়ে চলেছে। তাই নতুন মডেল তা প্রকাশ্যে আনলেই জনপ্রিয় হতে সময় নেয় না। সংস্থার ‘J’ সিরিজের অধীনে লঞ্চ হয়েছে সমস্ত বাইক। তাই বাইকগুলির ডিজাইন ও ইঞ্জিনের গঠনে বিশেষ পার্থক্য নেই। বেশিরভাগ বাইকের ইঞ্জিন ৩৫০ সিসি তাই অনেকেই সংশয়ে থাকেন কোনটি ছেড়ে কোনটি কিনবেন। আজকের প্রতিবেদনে রইল রয়্যাল এনফিল্ডের কিছু মডেলের বিস্তারিত আলোচনা।
নতুন রয়্যাল এনফিল্ড বুলেট: এই বািকে রয়েছে ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২০ হর্স পাওয়ার শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, সেমি ডিজিটাল ডিসপ্লে সহ একাধিক সুবিধা। এই বাইকের দাম ১.৭৪ লক্ষ টাকা থেকে ২.১৬ লক্ষ টাকা। বাইকটি নতুন বুলেট ক্লাসিকের থেকে ১৯,০০০ টাকা কম দাম। এটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে আর তা হল ব্ল্যাক গোল্ড, মিলিটারি ও স্ট্যান্ডার্ড।
রয়্যাল এনফিল্ড হান্টার: এই বাইকটি সবথেকে কম দামি বাইক। এতে রয়েছে ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটির ওজন বেশ কম। ক্লাসিকের থেকে এটির জ্বালানি ট্যাঙ্কের আয়তন কম৷ এই বাইকটির এক্স শোরুম মূল্য ১.৫০ লক্ষ টাকা থেকে ১.৭৪ লক্ষ টাকা। সংস্থার নতুন বুলেটের থেকে গাড়িটি ২৪,০০০ টাকা কম দাম।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক: এই বাইকের ইঞ্জিন বাকি বাইকের মতন। প্রতি লিটার তেলে ইঞ্জিনটি ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এই গাড়ির দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে ২.২৪ লক্ষ টাকা। ক্লাসিকের বেস ভ্যারিয়েন্ট কিনলেও অনরোড দামে ২ লক্ষ টাকা বেশি খরচ করতে হবে।