টেক নিউজনিউজ

মাত্র ৯ টাকায় বুক করুন LPG সিলিন্ডার, আগামীকালই শেষ অফার

Advertisement
Advertisement

পেটিএম (Paytm) নিয়ে এলো এক অভাবনীয় অফার। মাত্র ৯ টাকায় আপনি পেয়ে যেতে পারেন আপনার এলপিজি সিলিন্ডার। এখন আপনার গ্যাস সিলিন্ডার পিটিএম থেকে বুক করলে আপনি পেয়ে যেতে পারেন ৮০০ টাকার ক্যাশব্যাক! অর্থাৎ একটি সিলিন্ডারে নাম মাত্র ৯ টাকা।

বর্তমানে সিলিন্ডার প্রতি ১০ টাকা কমে যাওয়ার কারণে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারে দাম দাড়িয়েছে ৮০৯ টাকা, অর্থাৎ ৮০০ টাকা ক্যাশব্যাক পেলে আপনি একটি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন মাত্র ৯ টাকায়! এই অফারটি বৈধ থাকবে ৩০ এপ্রিল ২০২১ অবধি। তাই দেরি না করে আজকেই নিজের গ্যাস সিলিন্ডারটি বুক করে নিন।

এই অফার টি পেতে আপনার মোবাইল ফোনে থাকতে হবে পেটিএম অ্যাপ। সিলিন্ডার বুক করতে হবে গ্যাস এজেন্সির মাধ্যমে (LPG Cylinder)৷ এরপর পেটিএমে (Paytm) শো মোর (Show more) এ গিয়ে ক্লিক করতে হবে, এরপর রিচার্জ এবং পে বিলে গিয়ে ক্লিক করতে হবে। এবং সেখানে গিয়ে আপনার গ্যাস সরবরাহকারী কোম্পানি টিকে সিলেক্ট করবেন।

ফাস্ট এলপিজি প্রোমোকোড (First LPG Promo Code) দিতে হবে৷ আপনার গ্যাস বুকিং-এর ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক স্ক্র্যাচ (Cash Bac Scratch Code) কোড পাওয়া যাবে৷ ওই কোডটি আপনি বুকিং করার ৭দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন৷ 

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, রান্নার সিলিন্ডারের ভর্তুকির ক্ষেত্রে ২ ধরনের পথ অবলম্বন করতে পারে৷ মোদি সরকার বিনামূল্যে এলপিজি বা রান্নার গ্যাসের সিলিন্ডারে পরিবর্তন হতে পারে ভর্তুকি, দারিদ্র সীমার নীচে থাকা মহিলাদের নামে পেট্রোলিয়াম মন্ত্রালয় উজ্জ্বলা যোজনা নতুন গ্যাসের সংযোগ দেবে৷ কেন্দ্রীয় সরকার এই বছর বাজেটে ঘোষণা করেছেন বছর ১ কোটি নতুন গ্যাসের সংযোগ দেওয়া হবে৷ তবে এখন অয়েল মার্কেটিং সংস্থার অগ্রিম পেমেন্টের মডেলে পরিবর্তন করতে পারে৷

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles