টেক নিউজনিউজ

Electric Vehicles: পেটেন্টের দিক থেকে টেসলাকেও ঝাঁপিয়ে গেল চীনা সংস্থা বিওয়াইডি!

ইভি ব্যাটারি প্রযুক্তি সুরক্ষিত করতে ১৩,০০০ পেটেন্ট ফাইল করেছে বিওয়াইডি

Advertisement
Advertisement

ইলেক্ট্রিক ভেহিকেল প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি পেটেন্ট ফাইল দায়েরর জন্য রেকর্ড করলো চীনা গাড়ি নির্মাণকারী সংস্থা বিল্ড ইউর ড্রিমস। বিওয়াইডি বিগত ২০ বছর ধরে ১৩,০০০ এর বেশি পেটেন্ট ফাইল করেছে। বর্তমানে বিশ্বজুড়ে ইভি-র বাজারে রাজ করছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। কিন্তু পেটেন্ট ফাইলের দিক থেকে টেসলাকে কয়েকগুণ পিছনে ফেলেছিস বিওয়াইডি (Electric Vehicles)।

সম্প্রতি নিক্কেই এশিয়া একটি রিপোর্ট প্রকাশিত করেছে। এই প্রতিবেদনে উল্লেখ ককরা হয়েছে ২০০৩ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৩,০০০ মতো ইভি পেটেন্ট ফাইল করেছে বিওয়াইডি। যা জনপ্রিয় সংস্থা টেসলার থেকে প্রায় ১৬ গুন বেশি। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে এখনো পর্যন্ত টেসলা প্রায় ৮৬৩টি পেটেন্ট ফাইল করেছে (Electric Vehicles)।

চীনা গাড়ি নির্মাণকারী সংস্থা বিওয়াইডি নিজেদের ইভি গাড়ি (Electric Vehicles) তৈরির জন্য নিজেরাই ব্যাটারি নির্মাণ করে থাকে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই সংস্থা নিজেদের ব্যাটারি নিজেদের অধীনে রাখার জন্যই পেটেন্ট ফাইল করেছে। এই পেটেন্ট ফাইলে ইভি ব্যাটারি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ভাবে বিবরণ দিয়েছে বিওয়াইডি।

আর সংস্থার নিজ প্রযুক্তি সুরক্ষিত রাখতে বিওয়াইডি পেটেন্ট (Electric Vehicles) করার সিন্ধান্ত নিয়েছে। পেটেন্ট না করালে এই সংস্থার প্রযুক্তি হাত ছাড়া হতে পারে। ব্যাটারি খুলে নিয়ে যে কেউ এই প্রযুক্তি কাজে লাগিয়ে নিতে পারে। তাই এই সংস্থা পেটেন্টের উপর বেশি নির্ভর করছে। যাতে করে কোম্পানির অনুমতি ছাড়া এই প্রযুক্তি কেউ ব্যবহার করতে না পারে।

Related Articles