নিউজরাজ্য

শীতের আমেজ শেষ, বাড়বে তাপমাত্রা, আগামী ৪৮ ঘণ্টার জন্য কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

গত সপ্তাহ থেকে রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ চলার পর অবশেষে বিদায় নিচ্ছে শীত। আজকের পর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

বেলায় তাপমাত্রা পৌঁছবে ২৩ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রী পর্যন্ত। আরও জানা গেছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে। তবে শীতের আমেজ কিছুটা হলেও বজায় থাকবে।

আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠা নামা করলেও সরস্বতী পুজোর সময় কিছুটা শীতের আমেজ থাকবে রাজ্যে, বলে জানিয়েছে হাওয়া অফিস।

কনকনে ঠান্ডা থেকে দক্ষিণবঙ্গ বঞ্চিত হলেও উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে।

Related Articles