নিউজরাজ্য

করোনা প্রতিরোধে নতুন পথে রাজ্য সরকার, স্পেশাল টিম গড়ার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

Advertisement
Advertisement

করোনা আক্রান্তদের মৃত্যুহার কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন‌। গুরুতর অসুস্থ করোনা আক্রান্তদের চিকিৎসায় বাড়তি গুরুত্ব দিতে স্বাস্থ্য দপ্তর প্রতিটি কোভিড হাসপাতালে “কুইক রেসপন্স টিম” গড়ার নির্দেশ দিয়েছে। এমনকি করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে তার কারন খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন যেভাবেই হোক আক্রান্তদের মৃত্যুহার কমাতে হবে। আর এই কারণেই হাসপাতালে সঠিক সময়ে রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি একজন গুরুতর অসুস্থ করোনা রোগীর চিকিৎসার জন্য আলাদা টিম তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি মৃত্যু হলেও তার কারণ খতিয়ে দেখা হবে। প্রতিটি ঘটনাই ধরে ধরে কারণ খুঁজে বের করার চেষ্টা করা হবে। আশা করা যায় এতে মৃত্যুর হার অনেকটাই কমবে।

সোমবারে এই রিভিউয়ের কাজ শুরু করেছে স্বাস্থ্য ভবনের বিশেষ দল। মঙ্গলবার ডিস্ক ও সঞ্জীবন কোভিড হাসপাতালে কোভিড হাসপাতালে করোনা আক্রান্তর মৃত্যুর খবর পেয়ে রিভিউ করতে যান স্বাস্থ্য দপ্তরের ওই ডেথ রিভিউ টিমের সদস্যরা। এমআর বাঙুর হাসপাতাল এ করোনা রোগীদের মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় সেখানেও একটি কুইক রেসপন্স টিম তৈরি করার নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন ওই টিমের নজরদারির ফলে কোভিড আক্রান্তের মৃত্যুর হার আশানুরূপভাবে কমে এসেছে। এইবার সেই পদক্ষেপকে মডেল করে রাজ্যে 77 টি কোভিড হাসপাতালে এই কিউআরটি তৈরি নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

একটি হাসপাতালে 300 জন রোগী ভর্তি থাকলে অবস্থা খারাপ হতে পারে এমন রোগীর সংখ্যা হয়তো হবে 20-25 জন। কিউআরটিকে সেই 20-25 জনের দায়িত্ব সামলাতে হবে। এমনকি হাসপাতালে 24 ঘন্টা ধরে কাজ করা এই কিউআরটি কে প্রয়োজনে জরুরি বিভাগে আসা মুমূর্ষু রোগীদের চিকিৎসা করাতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles