টেক নিউজনিউজ

Best smartphone brands: নতুন স্মার্টফোন কিনবেন? নভেম্বর জুড়ে লঞ্চ হবে একাধিক স্মার্টফোন

কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? জেনে নিন

Advertisement
Advertisement

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতি মাসেই নিত্য নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। গত মাসেও ওয়ানপ্লাস, গুগল, সামসুং, ভিভো একাধিক স্মার্টফোন (Best smartphone brands) লঞ্চ করেছে। জানা যাচ্ছে চলতি মাসে অর্থাৎ নভেম্বরেও একাধিক স্মার্টফোন বাজারে আসতে চলেছে। নভেম্বর জুড়ে কোন কোন স্মার্টফোন লঞ্চ হবে? জেনে নিন।

● iQOO 12: চলতি নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে iQOO 12 সিরিজের (Best smartphone brands) স্মার্টফোন। দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে ফোন দুটি, যথা- iQOO 12 এবং iQOO 12 Pro। এই স্মার্টফোনে দেওয়া হবে Snapdragon ৮ Gen ৩ চিপসেট, যা কিছুদিন আগেই লঞ্চ করেছে সংস্থা। এছাড়া এই স্মার্টফোনে পাওয়া যাবে ৫০MP+৫০MP+৬৪MP ট্রিপল ক্যামেরা সেটআপ। ২৪ জিবি+১টিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনের দাম ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে।

● OnePlus Ace 2 Pro: ওয়ানপ্লাস (Best smartphone brands) বাজারে আনতে চলেছে OnePlus Ace 2 Pro। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মাসেই লঞ্চ হবে স্মার্টফোনটি। এর মধ্যে দেওয়া হয়েছে Snapdragon ৮ Gen ৩ চিপসেট। ১২ জিবি থেকে ২৪ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে স্মার্টফোনটি।

● Vivo Y78 5G: ভারতের বাজারে ভিভো তাদের Vivo Y78 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোন চীন সহ অনেক দেশেই পাওয়া যায়। তবে এতদিন ভারতে এই ফোন ছিল না। গত অক্টোবরে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এবার জানা যাচ্ছে নভেম্বরেই লঞ্চ হবে স্মার্টফোনটি।

● Vivo X100 5G: কিছুদিন আগেই ভিভো ভারতে Vivo V29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এবার এই সংস্থা Vivo X90 সিরিজের উত্তরসূরি অর্থাৎ Vivo X100 এবং Vivo X100 Pro লঞ্চ করার পরিকল্পনা করছে। চীনা বাজারে প্রথম লঞ্চ হবে এই স্মার্টফোন। সূত্রমারফত জানা যাচ্ছে, আগামী ১৭ই নভেম্বরের মধ্যেই লঞ্চ হবে এই ফোন দুটি।

● Xiaomi 14: এই মাসে চীনা সংস্থা Xiaomi তদের Xiaomi 14 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Xiaomi 14 এবং Xiaomi 14 Pro এই দুটি ভ্যারিয়েন্টে মিলবে স্মার্টফোন দুটি। এই স্মার্টফোনে Snapdragon ৮ Gen ৩ চিপসেট দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে ফোনটির দাম পড়বে ৫০,০০০ টাকা।

● Lava Blaze 2 5G: চলতি মাসে ভারতে আরো একটি স্মার্টফোন (Best smartphone brands) লঞ্চ হবে। সেটি হলো Lava Blaze 2 5G। ইতিমধ্যে এই স্মার্টফোনের লুক ও ডিজাইন প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, স্মার্টফোনটিতে মিডিয়াটেক প্রসেসর দেওয়া হবে। পাওয়া যাবে ৫০০০ mAh ব্যাটারি। থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

Related Articles