খেলা

শুরুর আগেই জোর ধাক্কা খেল IPL, করোনা আক্রান্ত CSK-র এক ক্রিকেটার সহ ১২ জন সাপোর্ট স্টাফ

আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কারণ করোনার থাবা পড়েছে দলে।

Advertisement
Advertisement

২০২০ সালের আইপিএল শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। করোনা পরিস্থিতির জন্য এবার আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে শুরুর আগেই জোর ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কারণ করোনার থাবা পড়েছে দলে। এক ক্রিকেটার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে তাঁদের দুবাইতে আইসোলেশনে রাখা হয়েছে। সুরক্ষার স্বার্থে ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি।

চেন্নাইতে ছয় দিনের শিবির শেষে ২১ অগাস্ট আমিরশাহি উড়ে যায় চেন্নাই সুপার কিংস দল। আইপিএল-এর করোনা প্রোটোকল অনুযায়ী, ছয়দিনের আইসোলেশনে থাকতে হয় সকলকে। তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। সেট টেস্টের রিপোর্ট আসতেই দেখা যায় যে একজন ফার্স্ট বোলার সহ আরও ১২ জন সোশ্যাল মিডিয়া স্টাফ করোনাতে আক্রান্ত হয়েছেন।

এদিকে গতকালই চেন্নাই সুপার কিংসের আইসোলেশন পর্ব শেষ হয়ে গিয়েছে। আজ থেকেই অনুশীলন শুরু করার কথা চেন্নাই দলের। কিন্তু সেই অনুশীলন আপাতত করা হচ্ছে না! বর্তমানে তাঁদের কোয়ারেন্টিন পর্ব আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। যদিও বোর্ড বা চেন্নাই দলের তরফ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি এখনও আসেনি।

Related Articles