খেলা

ফের জোর ধাক্কা খেল CSK, আইপিএল ১৩-তে খেলছেন না সুরেশ রায়না

একটা-দুটো ম্যাচ নয়, পুরো আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রায়না।

Advertisement
Advertisement

ফের একটা বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংস দলের জন্য। এবছর আইপিএল খেলবে না সুরেশ রায়না। একটা-দুটো ম্যাচ নয়, পুরো আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রায়না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? যদিও খোলসা করে কিছুই জানায়নি দল। এমনকি এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও নিজে কিছু বলেনি। যদিও শনিবার সিএসকের তরফ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।

সিএসকে-র তরফ থেকে টুইট করে বলে হয়েছে,” ব্যক্তিগত কারণের জন্যই ভারতে ফিরে যাচ্ছেন সুরেশ রায়না। তাই এইবছর আইপিএল-এ তাঁকে দেখা যাবেন না। এই মুহূর্তে তাঁর ও তাঁর পরিবারের পাশে সিএসকে রয়েছে।” হঠাৎ করে কি এমন হল যে গোটা টুর্নামেন্টেই থাকতে পারছেন না রায়না? এই নিয়ে জোর জল্পনা চলছে নেটদুনিয়াতে। কিন্তু এখনও সঠিক কি কারণ তা জানতে পারা যায়নি।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। ঐদিন অবসর গ্রহণ করেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আর তাই এইবছর এই দুজন খেলোয়াড়ের খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন ক্রিকেট প্রেমীরা। তবে রায়নার এই সিদ্ধান্তের পর যে চেন্নাই দল জোর ধাক্কা খেল তা আর বলতে বাকি রাখে না।

Related Articles