খেলানিউজ

Arijit Singh: ধুন্দুমার পর্ব! ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়াতে আসছে অরিজিৎ সিং

ভারত-পাক ম্যাচে পারফর্ম করতে আসছেন অরিজিৎ সিং সহ এক গাদাতারকা

Advertisement
Advertisement

খেলা নয় এ যেন এক যুদ্ধের প্রস্তুতি পর্ব। পুজোর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ার্ল্ডকাপ নিয়ে চরম উন্মাদনা ক্রিকেট ভক্তদের মধ্যে। আগামী ১৪ই অক্টোবর শনিবার দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ডকাপে। কারণ এই দিন ম্যাচ রয়েছে ভারত পাকিস্তান দুই দেশের। সেই ম্যাচকেই স্মরণীয় করে রাখার জন্য সংগীতানুষ্ঠানের আয়োজন করলেন BCCI। যেখানে মঞ্চ মাতাতে আসবেন অরিজিৎ সিং (Arijit Singh) সহ আরো অনেকে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চলতি বছরের আইসিসি ওয়ার্ল্ডকাপের শুরুতে কোনো ওপেনিং সেরিমনির আয়োজন করা হয়নি। ফলস্বরূপ ভারত-পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচের আগে এই অনুষ্ঠানকেই ওপেনিং সেরিমনির মত আয়োজন করতে চলেছে বিসিসিআই। যা সেদিন খেলার মাঠকে পুরো হট কেক বানিয়ে দেবে।

খবর রয়েছে,আইসিসি ওয়ার্ল্ডকাপ ভারত-পাক দুই দেশের বিরোধী ম্যাচটিকে ইতিহাসের পাতায় স্মরণীয় রাখতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য খেলা শুরুর আগে অরিজিৎ সিং (Arijit Singh), সুখবিন্দর সিং (Sukhwinder Singh) প্রমূখ ব্যক্তিরা গান করে মঞ্চ মাতাবেন। তবে এদিনের ম্যাচে যে দেশ জিতবে সেই দেশের মেরুদন্ড যে অনেকটাই সোজা হয়ে যাবে তা বলাই বাহুল্য।

ইতিমধ্যেই শনিবারে ভারত-পাক ম্যাচ ও ম্যাচের আগের অনুষ্ঠানের জন্য করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পুলিশের ঘেরাটোপে রয়েছে আহমেদাবাদ। ১১ হাজারের বেশি গুজরাট পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স, হোম গার্ড সহ ন্যাশনাল সিকিউরিটি গার্ড রয়েছে এই নিরাপত্তার দায়িত্বে। ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে হোটেল। টিকিট বিক্রির চাহিদা রয়েছে তুঙ্গে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-র টুইট মাধ্যমে জানা গিয়েছে, এদিন ম্যাচের আগে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গান করবেন অরিজিৎ সিং (Arijit Singh)। পাশাপাশি থাকবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। সব মিলিয়ে একটি উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অপেক্ষায় ভক্তমহল।

Related Articles