খেলা

দেখুন ভিডিও, ঈগলের মতো উড়ে গিয়ে ধরলেন বল, পুরাণের ফিল্ডিং দেখে মুগ্ধ ক্রিকেটের ভগবান

এই ম্যাচের আরেকটা অবিশ্বাস্য ব্যাপার হল বাউন্ডারি লাইনে কিংস ইলেভেনের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণের সেভ।

Advertisement
Advertisement

গতকাল অর্থাৎ রবিবার ছিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। আর এই ম্যাচ কিভাবে যে রাজস্থান রয়্যালস জিতল তা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। পাঞ্জাবের জেতা ম্যাচকে একেবারে ছিনিয়ে নিয়ে এসেছে স্টিভ স্মিথের রাজস্থানের এই টিম। এদিন কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। কিন্তু স্টিভ স্মিথ (২৭ বলে ৫০), সঞ্জু স্যামসন (৪২ বলে ৮৫), রাহুল তেওয়াটিয়া (৩১ বলে ৫৩) ও জোফ্রে আর্চার (৩ বলে ১৩) রানের ঝড়ে পঞ্জাবকে উড়িয়ে দিল রাজস্থান।

তবে এই ম্যাচের আরেকটা অবিশ্বাস্য ব্যাপার হল বাউন্ডারি লাইনে কিংস ইলেভেনের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণের সেভ। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। হাওয়ায় উড়ে ছক্কা বাঁচিয়েছেন তিনি। ক্যাচটা তিনি ধরেই ফেলেছিলেন৷ কিন্তু নিজে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ায় উড়ন্ত অবস্থাতেই তিনি ক্যাচ ধরে বলটি মাঠের ভিতর ছুঁড়ে ফেলেন। আর এই সেভ নিয়ে এখন গোটা বিশ্বে চর্চা চলছে। আর ট্যুইটারে এই সেভ নিয়ে একের পর এক মন্তব্য এসেছে।

পুরানের এই সেভের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও ৷ ট্যুইট করে তিনি লেখেন, ‘‘ অবিশ্বাস্য ! এটাই আমার জীবনে দেখা সেরা সেভ !’’ মুরুগান অশ্বিনের বলে প্রায় ছক্কা হাঁকিয়েই ফেলেছিলেন সঞ্জু স্যামসন ৷ কিন্তু তা হতে দেননি পুরাণ৷ পাখির মত উড়ে গিয়ে সেই ছক্কা হতে দেননি পুরাণ।

Related Articles