খেলা
Trending

চিরতরে বিদায় নিলেন ফুটবলের রাজা দিয়েগো মারাদোনা, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বুধবার নিজের বাড়িতে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তি খেলোয়াড়ের।

Advertisement
Advertisement

প্রয়াত বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। বুধবার নিজের বাড়িতে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তি খেলোয়াড়ের। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। মারাদোনা নিজের ৬০ তম জন্মদিন পালনের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছেন যে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর এরপরে শোনা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিলো। তাই অস্ত্রোপচার করা হয়েছে।

এরপরে বেশ কিছুদিন তিনি হাসপাতালেই ছিলেন। তারপর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁকে হাসপাতাল থেকে রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সুস্থই আছেন। রিহ্যাব থেকে বাড়িও ফিরেছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। বুধবার রাতেই এল দুঃসংবাদ। তাঁর মৃত্যুর খবর মানতেই পারছে না বিশ্ব।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান সকলে। এরপর একের পর এক টুইট সোশ্যাল মিডিয়া ভরে যায়। ফুটবলের নেইমার থেকে শুরু করে ক্রিকেটের শচীন তেণ্ডুলকর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সবাই টুইট করেছেন। এছাড়া বিশ্বের বিখ্যাত সব সেলিব্রিটিরাও টুইট করেছেন। এছাড়া ফুটবল সম্রাট পেলে জানিয়েছেন, প্রিয় বন্ধুকে হারালাম।

Related Articles