খেলানিউজ

Rohit Sharma: পঞ্চম ভারতীয় ক্রিকেটের হিসাবে ১৮ হাজার রানের গন্ডি পার করলেন অধিনায়ক রোহিত শর্মা!

গতকাল হিটম‍্যানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে যুক্ত হলো নতুন মাইলফলক!

Advertisement
Advertisement

চলতি ওডিআই বিশ্বকাপে ফুল ফর্মে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের হাত ধরেই গত কালের ম্যাচ ঘুরছে। চলতি বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে ব্যাট করলো ইন্ডিয়া টিম। এতেই অনেকটা বদলে যায় পরিস্থিতি। ৫০ ওভারে মাত্র ২২৯ রান করে ভারতীয় দল। প্রথম দিকে শুভমান গিল ও বিরাট কোহলির আউট হয়ে যাওয়ায় অনেকটাই ভেঙে পড়েছিল ভারতীয় দল। সেখান থেকে রোহিত শর্মা এখাই লড়ে ৮৭ রান করে নতুন মাইলফলক গড়লেন।

ভারতীয় দলের অধিনায়ক গতকাল দুর্দান্ত খেলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮,০০০ রান পূর্ন করলেন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ১৮ হাজার রান পূর্ণ করলেন। গতকাল ইংল্যান্ডের সঙ্গে খেলা চলছিল ভারতের। লখনউয়ে অবস্থিত ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এই খেলা হলো। যেখানে ২১ ওভারের মধ্যে দুর্দান্ত খেলে ১৮ হাজার রানের গন্ডি পার করলেন হিটম‍্যান রোহিত শর্মা (Rohit Sharma)।

গতকালের ম্যাচে এই বিশ্বকাপে দ্বিতীয় শতরান করতে গিয়েও ফিরে আসেন। ৮৭ রানে গিয়ে আউট হয়ে যান হিটম‍্যান (Rohit Sharma)। তবে শতরান না করতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের গন্ডি পেরিয়েছে তিনি। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো পর্যন্ত ১৮০৪০ রান করেছেন তিনি। ১৮ হাজারের গন্ডি পর করেছেন আর কোন কোন ভারতীয় ক্রিকেটার? দেখে নিন এক নজরে-

এই তালিকার প্রথমেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের সচিন টেন্ডুলকার, যিনি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৪৩৫৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ১০০টি সেঞ্চুরি করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। এর পরেই রয়েছেন বিরাট কোহলি। এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্ষেত্রে ২৬,১২১ রান করেছেন এবং সেঞ্চুরি করেছেন ৭৪। এর পরেই তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়, যিনি ২৪,২০৮ রান করেছেন। ১৮,৫৭৫ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর গতকালের ম্যাচের পর এই তালিকায় ১৮,০৪০ রান করে পঞ্চম স্থানে জায়গা করে নিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

Related Articles