অফবিটনিউজ

General Knowledge: কোন জিনিস ঠাণ্ডায় কালো, গরমে এবং ব্যবহারের পর ধূসর হয়ে যায়?

চাকরির ইন্টারভিউয়ে বহু বার এই প্রশ্নগুলি করা হয়, কী প্রশ্ন? জানুন

Advertisement
Advertisement

চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই সাধারণ জ্ঞানের (General Knowledge) উপর বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন। ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো জড়িয়ে রয়েছে সাধারণ জ্ঞানের সঙ্গে। সাধারণ জ্ঞান থেকে বহু চাকরির পরীক্ষায় এবং চাকরির ইনাটরভিউয়ে প্রশ্ন করা হয়। আজ এমনই কিছু প্রশ্ন-উত্তর নিয়ে হাজির হয়েছি, যেগুলি এর আগে বহু ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছে।

প্রশ্ন ১) কোন প্রাণী (General Knowledge) জিহ্বা বাইরে বের করতে পারে না?
উত্তর- কুমির তার জিহ্বা মুখের বাইরে বের করতে পারে না।

প্রশ্ন ২) জনপ্রিয় হাঁদা-ভোঁদা কার্টুন চরিত্রের স্রষ্টা কে?
উত্তর- ভারতীয় কমিক শিল্পী নারায়ণ দেবনাথ হাঁদা-ভোঁদা নামের দুই কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা।

প্রশ্ন ৩) কোন প্রাণী ডুবন্ত জাহাজ নামে পরিচিত?
উত্তর- উঠকে ডুবন্ত জাহাজ বলা হয়।

প্রশ্ন ৪) দেশলাই কাঠির বারুদে কোন জিনিস ব্যবহৃত হয়?
উত্তর- দেশলাই কাঠির বারুদে ফসফরাস ব্যবহৃত হয়।

প্রশ্ন ৫) ভারতে প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম জানো?
উত্তর- ভারতে প্রকাশিত প্রথম পত্রিকার নাম বেঙ্গল গেজেট।

প্রশ্ন ৬) নোটিফিকেশন (General Knowledge) শব্দের বাংলা অর্থ কী?
উত্তর- নোটিফিকেশন বা Notification শব্দের বাংলা অর্থ বিজ্ঞপ্তি।

প্রশ্ন ৭) তাজমহলে মোট কতগুলো কক্ষ রয়েছে?
উত্তর- তাজমহলে মোট ১২০টি কক্ষ রয়েছে।

প্রশ্ন ৮) পশ্চিম বঙ্গে রাজ্যের রাজ্য পশু কী (General Knowledge)?
উত্তর- মেছো বিড়াল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশু।

প্রশ্ন ৯) ঠান্ডা হলে কালো, গরমে লাল এবং ব্যবহার করলে সাদা হয় কোন জিনিস (General Knowledge)?
উত্তর- কয়লা, এমনিতে কালো, গরম করলে লাল রং হয় এবং ব্যবহারের পর সাদা বা ধূসর হয়ে যায়।

প্রশ্ন ১০) কোন জিনিস একদিন ব্যবহারের পরই পুরানো হয়ে যায়?
উত্তর- খবরের কাগজ, ২৪ ঘন্টা পরই পুরানো হয়ে যায়।

Related Articles