কলকাতানিউজরাজ্য

সুখবর, আগামী মাসেই খুলছে চিড়িয়াখানা, তবে মানতে হবে একাধিক নিয়ম

আগামী ২ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা।

Advertisement
Advertisement

দীর্ঘদিন লকডাউনের পর আনলক পর্যায়ে এসে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা দেশ। বাংলাতেও আস্তে আস্তে সমস্ত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও কিছু জিনিসে ছাড়পত্র দেওয়া হল। আগামী ২ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশাপাশি এই মাসেই খুলছে সমস্ত পার্ক এবং উদ্যান। তবে এই জায়গাগুলিতে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই কিছু কোভিডবিধি মানতে হবে।

কী কী নিয়ম মানতে হবে, তা স্পষ্ট করে জানিয়েছে রাজ্য সরকার। সেই নিয়মগুলি হল-

১) এবার থেকে যেকোনও জায়গায় প্রবেশের টিকিট অনলাইনে বুকিং করতে হবে।

২) ১০ বছরের নিচে শিশুদের এবং ৬৫ বছরের উপরে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

৩) বোটিং কিংবা পার্কে কোনও প্রমোদমূলক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে স্যানিটাইজার সবসময় ব্যবহার করতে হবে।

৪) প্রত্যেককেই মাস্ক পড়তে হবে।

৫) তবে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিলে যেকোনও সময় পার্ক কিংবা চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা আংশিকভাবে বন্ধ করতে পারেন।

৬) এখন হাতি সাফারি বন্ধই থাকবে।

৭) চিড়িয়াখানা কিংবা পার্কে ঢোকার ক্ষেত্রে প্রত্যেকের থার্মাল চেকিং করা হবে।

৮) জাতীয় উদ্যান কিংবা অভয়ারণ্যের ক্ষেত্রে আধিকারিক ছাড়া অন্য কারও গাড়ি ভিতরে ঢুকতে পারবে না।

৯) ওয়াচ টাওয়ারে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না।

১০) জিপ সাফারির ক্ষেত্রে একজন যাত্রীর পাশের আসন ফাঁকা রেখে তারপর বসতে হবে।

১১) প্রত্যেক জায়গা দিনে কমপক্ষে দুবার করে স্যানিটেজ করতে হবে।

১২) হাত বারবার স্যানিটেজ করতে হবে।

১৩) এছাড়া ইকো টুরিজম যেকোনও আবাসস্থল দিনে দুবার করে জীবাণুমুক্ত করতে হবে।

১৪) যাঁরা পরিষেবা দেবেন তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

১৫) ৩০ শতাংশের বেশি পর্যটকদের বুকিং নেওয়া যাবে না।

১৬) সমস্ত স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।

Related Articles