অফবিটনিউজ

Durga Puja: শুধু এবছর নয়, দেখে নিন আগামী ৪ বছর এর দুর্গাপুজোর তারিখ

আগামী কয়েক বছর পুজোর সুচি জানুন

Advertisement
Advertisement

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) কে নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। সেই দুর্গাপুজোই এখন কড়া নাড়ছে আমাদের দোরগোড়ায়। আর একমাস ও বাকি নেই দুর্গাপুজোর। এবছর পুজোয় সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছেন তো? ভাবছেন পুজো আসছে এই অনুভূতিটাই ভালো, এসে গেলেই ৪ দিন শেষ। না একথা ভেবে মন খারাপের কোনো কারণ নেই। আগামী বছরগুলোর পুজোর সূচি জেনে নিন আর এবছর চুটিয়ে আনন্দ উপভোগ করার পর থেকে আবার শুরু করুন আগামী বছরের পরিকল্পনা।

দুর্গাপুজো (Durga Puja) কে এক এক বাঙালি এক এক রকম ভাবে উপভোগ করেন।কেউ চান নতুন জামা পরে চুটিয়ে প্যান্ডেল হপিং করতে।আবার কেউ কেউ পুজোর ছুটিতে ঘুরে আসতে চান নিজের স্বপ্নের কোনো জায়গা থেকে। তাই পরের বছর গুলোর ছুটিতে আপনি ঠিক কি কি করবেন, কবে থেকেই বা সব পরিকল্পনা শুরু করবেন তা জেনে নিতে হবে তো?

২০২৪ সাল-আগামী বছর ২ অক্টোবর মহালয়া। মহালয়া থেকেই বাঙালির পুজোয় উন্মাদনা শুরু হয়ে গেলেও পঞ্জিকা অনুসারে আগামী বছর ষষ্ঠী ৯ অক্টোবর, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর দশমী। আগামী বছর কোজাগরী লক্ষ্মী পুজো হবে ১৭ অক্টোবর। আর কালীপুজো ৩১ অক্টোবর। অর্থাৎ আগামী বছর পুরো অক্টোবর মাস জুড়ে উৎসবে মেতে থাকার প্রস্তুতি শুরু করে দিন এবছর পুজোর পর থেকেই।

Durga Puja 2025 সাল – ২০২৫ সালে আমাদের উৎসবে মাতিয়ে রাখতে মা গত দুটো বছরের থেকে বেশ তাড়াতাড়িই আসবেন। ২১ সেপ্টেম্বর হবে মহালয়া। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর হবে দশমী। সে বছর লক্ষ্মীপুজো হবে ৬ অক্টোবর এবং কালীপুজো ২০ অক্টোবর।

Durga Puja 2026 সাল – ২০২৬ সালে মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। আর দুর্গাপুজো চলবে ১৭-২১ অক্টোবর অর্থাৎ ১৭ অক্টোবর ষষ্ঠী, ১৮ অক্টোবর সপ্তমী,১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর দশমী। লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর এবং কালীপুজো ৮ নভেম্বর।

Durga Puja 2026 সাল – এই বছর দেবীপক্ষের শুভ সূচনা হবে ২৯ সেপ্টেম্বর। ষষ্ঠী ৫ অক্টোবর, সপ্তমী ৬ অক্টোবর, অষ্টমী ৭/৮ অক্টোবর, নবমী ৯ অক্টোবর এবং বিজয়া দশমী ১০ অক্টোবর। এই বছর লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর এবং কালীপুজো ২৮ অক্টোবর।

পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হওয়া আগামী চার বছরের উৎসবের সূচি তো জেনেই গেলেন। কবে থেকে ছুটি পাবেন, কোথায় বেড়াতে যাবেন, বেড়াতে গেলে কতটা আগে থেকে টিকিট কাটবেন এসব ভাবছেন তো?এবছর পুজোর আনন্দর শেষে আবার শুরু করে দিন নতুনের পরিকল্পনা।

Related Articles