নিউজবাজারদর

নির্ধারিত হল রান্নার গ্যাসের দাম, জেনে নিন সিলিন্ডার পিছু নতুন দাম

Advertisement
Advertisement

চলতি মাস থেকে বেশ কিছু জিনিসে পরিবর্তন আসার কথা ছিল। কারণ বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই নিয়ম পরিবর্তনের তালিকায় রাখা হয়েছিল রান্নার গ্যাসও। পেট্রোল ডিজেল অথবা সোনার দামের মত রান্নার গ্যাসের দামও বাড়ে কমে। তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে দেশবাসী। তবে স্বস্তির খবর অক্টোবর মাসে সরকারি তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দামে সেরকম কোনও বদল ঘটায়নি। এই সিদ্ধান্তে আশা করা যাচ্ছে মধ্যবিত্তের মুখে ফুটবে হাঁসি।

আসুন একটু চোখ বুলিয়ে নেওয়া যাক ঠিক কত যাচ্ছে গ্যাসের দাম। জানিয়ে রাখি, কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১১৯৬ টাকা। তা বেড়ে হয়েছে ১২২০ টাকা। প্রতি সিলিন্ডারে ২৪ টাকা দাম বেড়েছে৷ পাশাপাশি ৩২ টাকা দাম বেড়েছে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের। শুধু কলকাতাতেই নয় দিল্লিতেও ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। যা ১১৩৩.৫০ টাকা ছিল তা বেড়ে হয়েছে ১১৬৬ টাকা হয়েছে৷ অন্যদিকে মু্ম্বইয়ে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ছিল ১০৮৯ টাকা। এখন সেটা বেড়ে ১১১৩.৫০ টাকা হয়েছে৷ প্রতি সিলিন্ডারে ২৪.৫০ টাকা দাম বেড়েছে।

এবার দেখে নেওয়া যাক দিল্লিতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম কত যাচ্ছে।১৪.২ কিলোগ্রামের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে দিল্লিতে৷ আর কলকাতায় ৬২০.৫০ টাকা। ৫৯৪ টাকায় মুম্বইতেও ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৷ অন্যদিকে, ৬১০ টাকা চেন্নাইয়ে ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ৷ তবে, চেন্নাইয়ে ১৯ কিলোগ্রাম এলপিজি গ্যাসের দাম বেড়েছে। যা আগে ছিল ১২৫০ টাকা তা বর্তমানে বেড়ে হয়েছে ১২৭৬ টাকা ৷

উল্লেখ্য, মে মাসে রান্নার গ্যাসের দাম কমেছিল হয়েছিল ১৬২.৫ টাকা৷ আবার জুন মাসে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাসের দাম ১১.৫০ টাকা বেড়ে গিয়েছিল। তবে,১৪ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম জুলাই মাসে ৪ টাকা বাড়ানো হয়েছিল। বলে রাখি, অগাস্টে যে দাম ছিল সেপ্টেম্বরেও তাই ছিল গ্যাসের দাম ৷ দিল্লিতে সিলিন্ডারের দাম স্থির রয়েছে IOC ওয়েবসাইটে দেওয়া দাম অনুযায়ীই ৷

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles