৩২MP সেলফি ক্যামেরা, ফাটাফাটি ফিচারসের সঙ্গে লঞ্চ হতে চলেছে Vivo V26 pro 5G স্মার্টফোন, দাম রইল

এখন দেশজুড়ে চিনা সংস্থার ফোনের রমরমা…OPPO, VIVO, REALME এর মত ব্র্যান্ডগুলি প্রতিমুহূর্তেই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। তবে পুজোর আগে গ্রাহকদের নজর কাড়তে এবার প্রস্তুত ভিভো। সম্প্রতি এই সংস্থা লঞ্চ করেছে নয়া স্মার্টফোন যা এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু।
বর্তমানে ভিভো তাদের ফোনগুলিতে ক্যামেরার দিকে যথেষ্ট নজর দিচ্ছে। আজকে যে ফোন নিয়ে কথা হচ্ছে অর্থাৎ Vivo V26pro 5G স্মার্টফোনটি তার ক্যামেরা মানের কারণেই উচ্চ চাহিদা অর্জন করেছে ফোনটি। বৈশিষ্ট্যের কথা বললে এই ফোনে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ভালো পারফরমেন্সের জন্য এটা দেওয়া হয়েছে মিডিয়াটেক কোয়েলকম Snapdragon 730 প্রসেসর।
উল্লেখ্য এই ফোনটি এন্ড্রয়েড১২ তে চলবে এটি ৮ জিবি Ram ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করবে।
ক্যামেরা- স্মার্টফোনটিতে পাওয়া যাবে ২০০mp প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি আল্ট্রা ওয়াইড লেন্স, ২ এমপি ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ৩২mp ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি যাতে দীর্ঘক্ষন চলতে পারে তার জন্য একটি স্ট্রং 4800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই ইউএসবি টাইপ সি পোর্টের মতো সংযোগ বৈশিষ্ট্য রয়েছে।
দাম- Vivo V26pro 5G স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৪২৯৯০ টাকা। যারা দুর্দান্ত ফিচারস ক্যামেরা কোয়ালিটির সাথে প্রিমিয়াম ফোন একটা বাজেটফ্রেন্ডলি দামে খুঁজছেন তাদের জন্য ভালো বিকল্প এটি। কারণ ফোনটি সাশ্রয়ী মূল্যে দারুন ক্যামেরা এবং দারুন ফিচারস প্রদান করছে।