দেশনিউজ

আগামীকাল থেকে বদলে যাচ্ছে রেশন কার্ড সংক্রান্ত এই নিয়ম, কি সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

পরিবর্তিত হতে চলেছে রেশন কার্ডের সাথে সংযুক্ত নিয়ম কানুন। রেশন কার্ডের ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক পদ্ধতির বদলে এবার মোবাইল ভেরিফিকেশন এবং IRIS অথেন্টিকেশন পদ্ধতিতে যাচাই করা হবে রেশন কার্ড। কঠিন কোভিড অতিমারীর পরিস্থিতিতে সংক্রমণ ছড়ানো বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকার থেকে।

তেলেঙ্গানায় পয়লা ফেব্রুয়ারির পর থেকেই কার্যকরী হবে এই নিয়ম। সিভিল সাপ্লাইজ বিভাগের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লা ফেব্রুয়ারি পর থেকেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের আধার নাম্বার ফোন নাম্বারের সাথে যুক্ত করা হবে। তাঁদের নাম্বারে একটি ওটিপি আসবে, সেভাবেই তাঁরা এরপর থেকে রেশন তুলতে পারবেন বলে জানানো হয়েছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। হায়দরাবাদের চিফ রেশনিং আধিকারিক বি বালা মায়া দেবীর তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ১ ফেব্রুয়ারির পর থেকেই হায়দরাবাদের সমস্ত ৬৭০ ফেয়ার শপে রেশন সামগ্রীর বিতরণ মোবাইল ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমেই করা হবে, বায়োমেট্রিক পদ্ধতির পরিবর্তে৷

তেলেঙ্গানা রাজ্যে আপাতত ৮৭,৪৪,২৫১ জন রেশন কার্ড হোল্ডার রয়েছে ৷ হায়দরাবাদে ৫,৮০, ৬৮০ জন কার্ডহোল্ডারের সংখ্যা বলে জানা গেছে৷

Related Articles