টেক নিউজনিউজ

Honor Smart phone: লঞ্চ হলো Honor-এর নতুন স্মার্টফোন! পাওয়া যাবে দুর্দান্ত সব ফিচারস

বাজারে এলো Honor নতুন স্মার্টফোন! দাম কত? কী কী ফিচার থাকবে?

Advertisement
Advertisement

ভারতের বাজারে আবার লঞ্চ করা হয়েছে Honor সংস্থার নতুন মোবাইল (Honor Smart phone)। Honor Tech নামে ভারতের বাজরে নতুন করে ফোন বিক্রি শুরু করেছে এই সংস্থা। এই সংস্থা Honor 90 5G স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। অন্যদিকে এই সংস্থা গতকাল চীনের বাজারে Honor Play 50+ স্মার্টফোন লঞ্চ করেছে। আজকের প্রতিবেদন থেকে Honor-এর এই স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নিন।

চীনের বাজারে Honor Play 50+ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ (Honor Smart phone) করা হয়েছে। একটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম, অন্যটিতে ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। দুটি ভ্যারিয়েন্টেই ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে মিলবে। যদিও এই মুহূর্তে ১২ জিবি র‍্যাম যুক্ত স্মার্টফোনের দামই জানা গেছে। যার দাম ১৩৯৯ ইউনান অর্থাৎ ভারতীয় মূল্যে ১৬,০০০ টাকা। মোট চারটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোনটি, যেখানে পাওয়া যাবে Streaming silver, ink jade green, fantasy night black এবং star purple কালার।

Honor Play 50+ স্মার্টফোনের স্পেসিফিকেশন

● Honor Play 50+ (Honor Smart phone) এ ৬.৮ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টস রিফ্রেশরেট বিশিষ্ট। পাওয়া যাবে ১০৮০×২৪০০ পিক্সেল রেজলিউসন।
● ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০২০ অক্টাকোর প্রসেসর লাগানো হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ দ্বারা চালিত হবে।

● Honor Play 50+ এ পাওয়া যাবে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ব‍্যাক ক্যামেরা হিসাবে থাকেবে ৫০ মেগাফিক্স মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরের। সেলফির জন্য ফ্রন্টে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

● এছাড়া ৬০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ফাস্ট চার্জিং সাপোর্টেড। এতে (Honor Smart phone) রয়েছে র‍্যাপিড চার্জিং টেকনোলজি।

Related Articles