দেশনিউজ

আপনার আধার কার্ড আসল তো? কিভাবে যাচাই করবেন

এই আপডেট করার জন্য আপনি আধার এনরোলমেন্ট কেন্দ্রে বা আধার সেবা কেন্দ্র সরাসরি যেতে পারেন। অথবা অনলাইন পরিষেবার মাধ্যমেও আপডেট রাখতে পারেন।

Advertisement
Advertisement

ভারতীয় হিসাবে পরিচয়ের ক্ষেত্রে আধার কার্ড একটি জরুরি নথি। এত এখন সব কাজের জন্য লাগছে আর এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য পরিচয়পত্র এবং নাগরিকের ঠিকানার প্রমাণ। তবে এই আধার কার্ড কিন্তু নকল হচ্ছে। তাই বিশেষ সাবধানতাও অবলম্বন করা জরুরি। আপনাকে যে আধার নম্বরটি দেওয়া হয়েছে, সেটি বৈধ কিনা কি করে বুঝবেন?

আর তাই আধার কার্ড আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই আপডেট করার জন্য আপনি আধার এনরোলমেন্ট কেন্দ্রে বা আধার সেবা কেন্দ্র সরাসরি যেতে পারেন। অথবা অনলাইন পরিষেবার মাধ্যমেও আপডেট রাখতে পারেন। তবে অনলাইন পরিষেবা পাওয়ার জন্য মোবাইল নম্বর নথিভুক্ত থাকা খুব দরকার।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ওয়েবসাইটে কী ভাবে যাচাই করবেন আধার নম্বর, জেনে নিন-

১) প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইটে- https://resident.uidai.gov.in/offlineaadhaar এই লিঙ্কে আপনাকে যেতে। হবে

২) এরপর আপনার আধার নম্বর টাইপ করুন, সঙ্গে সেই সিকিউরিটি কোড দিতে হবে, যা স্ক্রিনে দেখাচ্ছে।

৩) সেন্ড ওটিপি-তে ক্লিক করুন।

৪) এবার এই ওটিপি সেই মোবাইল নম্বরেই আসবে যা আপনি আধার তৈরির সময় নথিভুক্ত করেছিলেন।

৫) এরপর আপনার আধার নম্বর বৈধ হলে একটা নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বরটা দেখাবে।

৬) এই আধার নম্বরের পাশাপাশি আধার কার্ডে আপনার অন্য যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে, সেগুলোও দেখতে পাবেন।

এই পদ্ধতিতেই যাচাই করে নিতে পারবেন আপনার আধার নম্বর।

Related Articles