অর্থনীতি

আর অচেনা মানুষকে UPI-তে টাকা পাঠানো যাবে না? টাকা পাঠাতে গেলে ৪ ঘন্টা লাগবে! নতুন নিয়ম জানুন

Advertisement
Advertisement

Upi Money Transfer: অনলাইনে টাকা ট্রান্সফার করতে গেলে আর ফটাফট সেকেন্ডের মধ্যে করা যাবে না! নয়া নিয়ম লাগু হয়ে গেলে ঠিক এমনটাই ঘটতে চলেছে। ২০০০ টাকার ট্রান্সফার করতে গেলেই ৪ ঘন্টা সময় লাগতে পারে। অর্থাৎ টাকা পাঠানো মাত্রই রিসিভার টাকা পাবেন না। এক সর্বভারতীয় প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে। উক্ত প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকরী করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার (Union Government) ভাবনাচিন্তা করছে। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।

Upi Money Transfer

২০০০ টাকা পাঠালে সময় লাগে ৪ ঘন্টা (Upi Money Transfer)

বিশেষ ‘উইন্ডো’ সিস্টেম চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার (Union Government)। এই ইস্যুতে গত মঙ্গলবারে কেন্দ্রীয় সরকারের উপস্থিতিতে আরবিআই (RBI) ও অন্যান্য ব্যাঙ্ক একটি বৈঠকে বসে। এর ফলাফল যদিও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। জানিয়ে রাখি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলেই আরটিজিএস (RTGS), ইউপিআই (UPI), ও আইএমপিএস (IMPS)-এ এই নতুন নিয়ম লাগু হয়ে যাবে।

আরও পড়ুন: 5 Rupee Note: মানিব্যাগে এই ৫ টাকার নোট থাকলেই পেয়ে যাবেন ১২ লক্ষ টাকা! কিভাবে? জেনে নিন

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিকে সমস্ত রকমের টাকা পাঠানোর ক্ষেত্রেই ‘উইন্ডো’ সিস্টেম চালু করার কথা ভাবা হয়েছিল। পরে ছোটখাটো লেনদেনে সমস্যার তৈরি হওয়ার কথা ভেবে ২০০০ টাকার সীমা নির্ধারণ করা হয়।

Upi Money Transfer

বিস্তারে টাকা ট্রান্সফারে ‘উইন্ডো’ সিস্টেম (‘Window’ service while Upi Money Transfer in details)

কেউ ২০০০ টাকা একবারে পাঠালেই তা ৪ ঘন্টার ‘উইন্ডো’ সিস্টেমের আওতায় চলে আসবে। এক্ষেত্রে ২০০০ টাকা পাঠাতে গেলে তা তখনই রিসিভারের কাছে যাবে না। টাকা পাঠানোর ঠিক ৪ ঘন্টা পরে সেই টাকা রিসিভার পাবে। তবে, এই নিয়ম শুনে সবাই ঘাবড়ে যাবেন না। কারণ, এই নিয়ম সবার উপর লাগু হবে না। যাঁরা প্রথমবার ২০০০ টাকা ট্রান্সফার করবে, শুধুমাত্র তাঁদের উপরেই লাগু হবে। এক্ষেত্রে ৪ ঘন্টার মধ্যে কেউ যদি টাকা না পাঠানোর সিদ্ধান্ত নেন, তিনি সেই ট্রানজ্যাকশন ক্যানসেল করার সুযোগ পাবেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles