অর্থনীতি

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ২৫ হাজার টাকা করে দিচ্ছে টাটা গ্রুপ, কিভাবে পাবেন? জেনে নিন

Advertisement
Advertisement

PARAS Scholarship: স্কলারশিপ দিচ্ছে টাটা! এবার স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন মধ্যমেধার পড়ুয়ারাও। শুধুমাত্র ৫০% নম্বর নিয়ে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (Tata AIA Life Insurance Company)-এর উদ্যোগে দরিদ্র মেধাবী পড়ুয়ারা স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন এবং উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবেন। স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী? কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তরই নিম্নে দেওয়া হল।

PARAS Scholarship

পরশ স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা (Eligibility to apply for PARAS Scholarship Program)

কোর্সের প্রকৃতি অনুযায়ী নিম্নে যোগ্যতা উল্লেখ করা হল।

● পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate):

১. আবেদনকারীকে বীমা, ব্যাঙ্কিং, ম্যানেজমেন্ট বা এই জাতীয় কোনো বিভাগে এম.এ (M.A), এম.কম (M.Com), এম.এসসি (M.SC)-এর প্রথমে বর্ষে পাঠরত হতে হবে।
২. শেষ পরীক্ষায় ৫০% নম্বর অর্জন করতে হবে।
৩. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।

আরও পড়ুন: গত বছরের ভুল শোধরালো পর্ষদ, এবার মাধ্যমিকে অঙ্ক প্রশ্নের সাথে দেওয়া হবে এই বিশেষ জিনিস

● পিজি ডিপ্লোমা (PG Diploma):

১. আবেদনকারীকে ইকোনোমিক্স (Economics), কমার্স (Commerce), ফাইন্যান্স (Finance) ও অ্যাকাউন্টিং (Accounting), রিস্ক ম্যানেজমেন্ট (Risk Management), স্ট্যাটিস্টিক্স (Statistics), ডেটা সায়েন্স (Data Science), বীমা (Insurance), ব্যাঙ্কিং (Banking), ম্যানেজমেন্ট (Management) বা এই জাতীয় কোনো বিভাগে পিজি ডিপ্লোমা কোর্সের (PG Diploma Course) প্রথমে বর্ষে পাঠরত হতে হবে।
২. শেষ পরীক্ষায় ৫০% নম্বর অর্জন করতে হবে।
৩. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।

PARAS Scholarship

● আন্ডারগ্রাজুয়েট (Undergraduate):

১. আবেদনকারীকে ইকোনোমিক্স (Economics), কমার্স (Commerce), ফাইন্যান্স (Finance) ও অ্যাকাউন্টিং (Accounting), রিস্ক ম্যানেজমেন্ট (Risk Management), স্ট্যাটিস্টিক্স (Statistics), ডেটা সায়েন্স (Data Science), বীমা (Insurance), ব্যাঙ্কিং (Banking), ম্যানেজমেন্ট (Management) বা এই জাতীয় কোনো বিভাগে বি.এ (B.A), বি.কম (B.Com), এম.এসসি (B.SC)-এর প্রথমে বর্ষে পাঠরত হতে হবে।
২. শেষ পরীক্ষায় ৫০% নম্বর অর্জন করতে হবে।
৩. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।

পরশ স্কলারশিপ প্রোগ্রামে স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount of PARAS Scholarship Program)

● পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate): এক্ষেত্রে প্রত্যেক বছরে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।
● পিজি ডিপ্লোমা (PG Diploma): এক্ষেত্রে প্রত্যেক বছরে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।
● আন্ডারগ্রাজুয়েট (Undergraduate): এক্ষেত্রে প্রত্যেক বছরে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles