গুটি গুটি পায়ে হাঁটতে শিখছে পুঁচকে ইউভান, একরত্তির নতুন ভিডিও পোস্ট করলেন রাজ

শুভশ্রী গাঙ্গুলী আর রাজ চক্রবর্তীকে নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। দুজনেই নিজেদের দক্ষতা দিয়ে টলিউডের অন্দরে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। আরে কাজের জগতে এসে দুজনের পরিচয় থেকে পরিণয়। রাজ-শুভশ্রী কে ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তো থাকেই কিন্তু বর্তমানে লাইম লাইটে জায়গা করে নিয়েছে তাদের ছেলে ইউভান। জন্মের পর থেকেই ইউভানের জনপ্রিয়তা তার মা বাবাকেও ছাপিয়ে গেছে।
জন্মের পর থেকেই ক্যামেরা ফ্রেন্ডলি ছোট্ট ইউভান। যত সময় বাড়ছে ততোই ইউভানের ফ্যান ফলোয়ার্স বেড়ে চলেছে। বর্তমানে রাজ-শুভশ্রীর সংসারের নতুন অথিতির নতুন নতুন ঘটনা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তগন। এই ছোট্ট ইউভান দেখতে দেখতে চোখের নিমেষে বড়ো হয়ে চলেছে। রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে সে। কিছুদিন আগেই হামাগুড়ি দিতে শিখেছে সে এবার দু পায়ে ভর দিয়ে উঠতেও শিখে গেল।
তবে এই সুন্দর মুহূর্তগুলি উপভোগ করতে পারছেন না বাবা রাজ। একুশের নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত তিনি। তাই তো ছেলের এই সুন্দর মুহূর্ত গুলো খুব মিস করছেন। কিন্তু বর্তমানের স্মার্টফোনের যুগে দুধের স্বাদ কিছুটা হলেও ঘোলে মেটে। সন্তানের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে কি বাদ দেওয়া যায় তাইতো দূরে থেকেও ছেলের কাছে আছেন তিনি।
রাজ নিজের ইনস্টাগ্রামে শুভশ্রীর ক্যামেরাবন্দী করা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে সামনের টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইউভান। হাম্পটি ডাম্পটি গানের তালে ছোট ছোট পা দিয়ে এক পা দু পা ফেলার চেষ্টা করছে সে। ছেলের হাটার মুহূর্ত শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন স্ত্রীর জন্য দূরে বসেও ছেলের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারছি। তার এই ভিডিও পোস্ট করার পর এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইউভানের দুষ্টু মিষ্টি ভিডিও দেখে আপ্লুত হয়ে গেছেন সকলে।