Advertisements

ক্যামেরার সামনে সঙ্গম ঘনিষ্ঠ চুমুতে নারাজ ঐশ্বর্য, কড়া ডোজে জবাব দিলেন জুনিয়র বচ্চন

Advertisements

বি টাউনের গ্ল্যামারাস কাপল ঐশ্বর্য এবং অভিষেক, ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্য। এই জুটির বিয়ে থেকে শুরু করে প্রেম পর্ব সব কিছুই ছিল শিরোনামে। বচ্চন পরিবারের এই বিশেষ সদস্য প্রতি সময়ে লাইম লাইটের অন্দরে।

অভিষেক অমিতাভ এবং জয়ার একমাত্র পুত্র তবে নিজের ফিল্মি কেরিয়ারে খুব একটা সফলতা পাননি। আর সেই কারণেই তীর্যক মন্তব্য দ্বারা বারবার আক্রমণ হতে হয় অভিষেক বচ্চন কে। মাঝেমধ্যেই শুনতে হয় স্টার কিড হওয়ার জন্যই তিনি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং ঐশ্বর্যর মতন মেয়েকে বিয়ে করতে পেরেছেন। তবে এইসব তীর্যক মন্তব্য কে খুব কুল ভাবেই হ্যান্ডেল করেন অভিনেতা।

আবার অন্যদিকে ঐশ্বর্য বিউটি উইথ ব্রেনের পারফেক্ট কমিনেশিন! আগাগোড়াই সোজাসাপ্টা কথা বলতে পিছপা হন না এই বিশ্ব সুন্দরী। ২০০৯ সালে গিয়েছিলেন অপেরা উইনফ্রে টক শোতে, সঙ্গে ছিলেন স্বামী অভিষেক, আর সেখানেই অভিনেত্রীকে মার্কিন সঞ্চালিকা প্রশ্ন করেন, কেনো কোনো দিন অন স্কিন সঙ্গম কিংবা চুম্বনের দৃশ্য করতে দেখা যায়নি তাকে, এই কথার উত্তরে ঐশ্বর্য পাশে বসে থাকা স্বামীর উদ্দেশ্যে বলেন, গো অন বেবি, সাথে সাথেই স্বামী অভিষেক-ঐশ্বর্যকে সকলের সামনে চুমু খান, যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান মার্কিন সঞ্চালিকা।

এছাড়াও প্রায় দেড় দশক আগে ঐশ্বর্য অপেরা উইনফ্রে টক শোতে গিয়ে তাকে সেখানেই বিয়ের আগে সহবাস নিয়ে প্রশ্ন করা হলে, সোজাসাপ্টা জবাব দেন ঐশ্বর্য। ঐশ্বর্য উত্তরে বলেন, এই ঘটনার সাথে আমরা অভ্যস্ত নই। এবং নায়িকা জানান তিনি ৩০ বছর বয়সেও বাবা মায়ের কাছে বেশ আনন্দে আছেন। ঐশ্বর্য উত্তর শুনে মার্কিন সঞ্চালিকা জানান আমাদের এখানে তো ৩০ বছরের ছেলেমেয়েকে বাবা মায়েরা বাড়ি থেকে তাড়িয়ে দেন। ঐশ্বর্য এই ধরণের উত্তর রীতিমত সারা ফেলে দেয় নেট দুনিয়ায়, নিজের সঠিক উত্তরের দ্বারা পশ্চিমী দুনিয়ার সামনে নিজের দেশের মান বাড়িয়ে দেন বিশ্ব সুন্দরী।

Related Articles