Advertisements

করুণ পরিণতি, হন্যে হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে রিয়া চক্রবর্তী! কি হল সুশান্তের প্রাক্তনীর?

Advertisements

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর রহস্যজনক মৃত্যুর পর বারবার উঠে এসেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম । সেই সময়ে পরিচালক মহেশ ভাটের সাথে রিয়ার সম্পর্ক কে ঘিরে হয়েছিলো জলঘোলা। এমনকি সুশান্তের মৃত্যুর পেছনেও রিয়া জড়িত থাকার অভিযোগ তুলেছিল সুশান্তের পরিবার। প্রতারণা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে অভিনেতার পরিবারের তরফ থেকে রিয়ার বিরুদ্ধে করা হয়েছিলো পুলিশি অভিযোগ।

সুশান্তের মৃত্যুর পর সি আই ডি তদন্তে উঠে এসেছিল একের পর এক সব বিস্ফোরক তথ্য। বলিউডের সাথে মাদক যোগের মতন চাঞ্চল্যকর সব তথ্য। একের পর এক বলিউডের রাঘব বোয়ালদের নাম উঠে ছিল বলিউডের ড্রাগস যোগে। একই সাথে উঠে এসেছিল নেপোটিজম এর বিতর্ক। বলিউডের স্বজনপোষণ এর বিতর্কে উঠে এসেছিল পরিচালক করণ জোহার এর নাম। অভিনেতার মৃত্যুকে ঘিরে উঠেছিলো বয়কট বলিউডের ট্রেন্ড।

মাদক কাণ্ডে নাম উঠে এসেছিল সুশান্তের বান্ধবী রিয়া এবং রিয়ার ভাইয়ের। একমাসের জন্য জেল হেফাজতেও যেতে হয়েছিলো অভিনেত্রীকে, বর্তমানে রিয়া জামিনে মুক্ত, ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন অভিনেত্রী। আর এই মুহুর্তে রিয়া কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন সিনেমা নির্মাতাদের দ্বারে দ্বারে, তবে কেউই তাকে নিজের সিনেমায় নেওয়ার সাহস পাচ্ছেন না তাই খালি হাতেই সব দোড় ফিরতে হচ্ছে অভিনেত্রীকে।

কিছুদিন আগেই রিয়া কাজের খোঁজে গিয়েছিলেন হায়দ্রাবাদে, তবে সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে, তবে হাল ছাড়তে নারাজ নায়িকা, শোনা যাচ্ছে, রিয়া ক্যামব্যাক করছেন ‘চেহরে’ ছবি দিয়ে, ছবিতে অভিনয় করেছেন অমিতাভ এবং ইমরান। ছবিটি চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে গিয়েছে। ছবির মুক্তির নতুন তারিখ জানানো হয়নি।

Related Articles